নয়াদিল্লি, 21 মার্চ: বিদেশেও পুলিশ স্টেশন তৈরি করেছে চিন (China) ! এমনই এক চাঞ্চল্য়কর দাবি করেছে স্পেনের একটি মানবাধিকার সংগঠন (Spain Based Human Rights Groups) ৷ 2022 সালের সেপ্টেম্বরে প্রথমবার সেফগার্ড নামে ওই সংগঠনের তরফে এই চাঞ্চল্যকর রিপোর্ট সামনে আনা হয় ৷ তারা দাবি করে, চাইনিজ ওভারসিজ পুলিশ স্টেশন বা কপস (COPS) নামে থানা পাঁচটি মহাদেশেই ছড়িয়েছে ৷ সব মিলিয়ে 53টি দেশে এমন 102টি থানা রয়েছে ৷
ওই রিপোর্ট অনুযায়ী, ওই কপস তৈরি করে চিনের পাবলিক সিকিউরিটি ব্যুরো ৷ ওই দেশের বিভিন্ন প্রদেশের নামে সেগুলির আলাদা আলাদা নাম রয়েছে ৷ 2016 সালে তা তৈরি করা হয় ৷ তাদের প্রাথমিক কাজ অপরাধীদের ধরা, বিভিন্ন প্রতারণা ফাঁস করা হয় ৷ আর বিভিন্ন দুর্নীতিগ্রস্ত আধিকারিকদের ধরা ৷ তবে এর সঙ্গে তিব্বতী, উইঘর ও বিদেশে যারা চিন বিরোধী কার্যকলাপ করে তাদের সম্বন্ধে তথ্য জোগাড় করার কাজ করে ৷
এই কাজ করার জন্য বিদেশে বসবাসকারী চিনা নাগরিকদের সংগঠনগুলির সাহায্য নেওয়া ৷ যাঁদের চিনে নিয়ে যাওয়া সম্ভব, তাঁদের নিয়ে গিয়ে প্রয়োজনীয় শাস্তির ব্যবস্থা করা হয় ৷ তাছাড়া বিভিন্ন দেশ থেকে তথ্য সংগ্রহের কাজও করানো হয় ৷ এই কাজ করানোর জন্য অবসর নেওয়া দক্ষ পুলিশ আধিকারিকদেরই ব্যবহার করে চিন ৷