লন্ডন, 20 অক্টোবর: আবারও ধাক্কা খেতে হল ব্রিটেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে (Liz Truss) ৷ বুধবারই পদত্যাগত্র পেশ করেছিলেন হোম সেক্রেটারি সুয়েল্লা ব্রেভারম্যান (Suella Braverman) ৷ আর এখন শোনা যাচ্ছে, একই পথে হেঁটেছেন চিফ হুইপ ওয়েন্ডি মর্টনও (Whip Wendy) ৷ সরকারের চিফ হুইপের পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি ৷ স্থানীয় একটি সংবাদমাধ্যম সূত্রে খবর, শুধু ওয়েন্ডিই নন, পদত্যাগ করেছেন তাঁর ডেপুটি ক্রেগ হুইটেকারও ৷ যদিও অন্য একটি সূত্রের দাবি, তাঁরা দু'জনই নিজেদের পদে বহাল রয়েছেন ৷
প্রসঙ্গত, কনজারভেটিভ পার্টির শৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছেন এই ওয়েন্ডি মর্টন ৷ 2015 সাল থেকে তিনি ওয়েস্ট মিডল্যান্ডসের অ্যালড্রিজ-ব্রাউনহিলসের এমপি ৷ ব্রিটিশ সরকারের চিফ হুইপ পদে তাঁকে মাত্র ছয় সপ্তাহ আগে নিয়োগ করা হয়েছিল ৷
এদিকে, যে ফ্র্যাকিং প্রক্রিয়ার মাধ্যমে ব্রিটেনে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস উত্তোলন করা হয়, তা নিষিদ্ধ ঘোষণা করার জন্য হাউজ অফ কমন্সে একটি বিল আনার কথা বলা হচ্ছিল ৷ এই বিলের উপর ভোটাভুটি করতে লেবার পার্টির তরফে একটি মোশন আনা হয় ৷ কিন্তু, দেশের বর্তমান আর্থিক পরিস্থিতিকে সামনে রেখে সেই মোশন বাতিল হয়ে যায় ৷ সরকার আপাতত এই ধরনের নিষেধাজ্ঞা জারি করার বিরোধী ৷ রাজনীতিকদের একাংশের অভিযোগ, এক্ষেত্রে কনজারভেটিভ পার্টির যে সদস্যরা সরকারের পাশে দাঁড়িয়েছেন, তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে এবং তাঁদের হেনস্থা করা হয়েছে ৷