তেল আভিভ ও গাজা, 18 অক্টোবর: শর্তসাপেক্ষে পণবন্দিদের ছেড়ে দিতে রাজি হামাস ৷ মঙ্গলবার সন্ধ্যায় গাজা শহরের কাছে আল-আহলি আরব হাসপাতালে আছড়ে পড়ে রকেট ৷ গাজায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, এই বিস্ফোরণে কমপক্ষে 500 জন নাগরিকের মৃত্যু হয়েছে ৷ সূত্রের খবর, এই ঘটনার পরেই নাকি হামাসরা বন্দিদের মুক্তি দিতে আগ্রহ প্রকাশ করেছে ৷ তবে শর্ত, ইজরায়েলকে গাজায় আক্রমণ বন্ধ করতে হবে ৷
গত সপ্তাহে ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী গাজার উত্তর দিক থেকে বাসিন্দাদের গাজার দক্ষিণে চলে যাওয়ার নির্দেশ দেয় ৷ হামাসদের নিকেশ করতে বড় হামলার পরিকল্পনা করেছে ইজরায়েলের আইডিএফ ৷ তাই সাধারণ নাগরিকদের যাতে প্রাণহানি না-হয়, তাই এমন নির্দেশ দিয়েছিল ইজরায়েল ৷ প্রায় 11 লক্ষ মানুষ দক্ষিণ গাজায় চলে আসে ৷ অনেকেই প্রাণ বাঁচাতে হাসপাতালগুলিতে আশ্রয় নিয়েছে ৷ কারণ, আন্তর্জাতিক আইন অনুযায়ী হাসপাতালে কোনও আক্রমণ চালানো যায় না ৷
তাতেও রেহাই পায়নি সাধারণ মানুষ ৷ এমনিতেই আহত মানুষের ভিড় উপচে পড়ছে হাসপাতালে ৷ তার মধ্যে আমজনতাও সেখানে ঠাঁই নিয়েছে ৷ এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেই মঙ্গলবার সন্ধেয় হাসপাতালের উপর রকেট হামলা চালানো হয় ৷ তবে এই হামলায় ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্যালেস্তাইনের ইসলামিক জিহাদকেই দায়ী করেছে ৷