পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

যুদ্ধ-বিরতির মাঝে ঘরে ফেরা! চুক্তি মেনে বন্দি মুক্তি ইজরায়েল-হামাসের - Palestine Prisoners by Israel

Ceasfire between Israel and Hamas in Gaza: শুক্রবার সকাল 7টা থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়েছে ৷ গতকালই চুক্তি অনুসারে হামাস অপহৃত 13 জন ইজরায়েল নাগরিককে ফিরিয়ে দিল ৷ অন্য়দিকে ইজরায়েলও বন্দি 39 জন প্যালেস্তিনীয়দের মুক্তি দিল ৷

ETV Bharat
অপহৃতদের বদলে ঘরে ফিরলেন প্যালেস্তাইন নাগরিকরা

By ANI

Published : Nov 25, 2023, 6:57 AM IST

Updated : Nov 25, 2023, 7:28 AM IST

রাফাহ, 25 নভেম্বর: চুক্তি মেনে অপহৃতদের ফিরিয়ে দিল হামাস ৷ আর তার বদলে প্যালেস্তাইন নাগরিকদের মুক্তি দিল ইজরায়েল সরকার ৷ শুক্রবার স্থানীয় সময় বিকেল 4টে থেকে এই প্রক্রিয়া শুরু হয় ৷ এদিন সকাল 7টা থেকে চারদিনের যুদ্ধবিরতি শুরু হয়েছে গাজায় ৷

চুক্তি অনুসারে এদিন প্রথমে হামাস 10 জন থাইল্যান্ডের এবং একজন ফিলিপিন্সের নাগরিককে মুক্তি দেয় ৷ এরপর অপহৃত 13 জন ইজরায়েলিকে ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রসের হাতে তুলে দেয় ৷ গত 7 অক্টোবর ইজরায়েলে হামলা চালানোর সময় তাঁদের অপহরণ করেছিল হামাস ৷ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অপহৃতদের ফিরিয়ে দেওয়ার ঘটনাকে স্বাগত জানিয়েছেন ৷

এই প্রক্রিয়া প্রসঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, "এটা সবে শুরু ৷ আশা করি, আরও অপহৃতদের আগামিকাল ছেড়ে দেওয়া হবে ৷ তার পরের দিন আরও ৷ এভাবে আগামী কয়েকদিনে বহু অপহৃত নাগরিক তাঁদের পরিবারের কাছে ফিরে যাবেন ৷" অন্যদিকে ইজরায়েলও 39 জন প্যালেস্তাইন বন্দিকে ফিরিয়ে দেয় ৷

যুদ্ধবিরতি এবং দু'পক্ষের মধ্যে অপহৃত ও বন্দি হস্তান্তরের বিষয়ে মধ্যস্থতা করেছে কাতার ৷ কাতারের বিদেশ মন্ত্রকের মুখপাত্র, মাজেজ আল আনসারি সোশাল মিডিয়ায় এই অপহৃত ও বন্দিদের হস্তান্তর প্রক্রিয়াটি নিশ্চিত করেছেন ৷ তিনি লিখেছেন, "গাজায় মানবিক যুদ্ধবিরতি চলছে ৷ এর মধ্যে প্রথম দফায় কারাবন্দিরা তাঁদের পরিবারের কাছে ফিরে গিয়েছেন ৷"

আরও পড়ুন:

  1. গাজায় 4 দিনের যুদ্ধবিরতি, প্যালেস্তাইন বন্দিদের বদলে অপহৃত নাগরিকদের মুক্তির শর্ত!
  2. গাজায় যুদ্ধ-বিরতিতে সম্মতি ইজরায়েলের ! মহিলা-শিশু বন্দিদের মুক্তি দিক হামাস, শর্ত নেতানিয়াহুর
  3. 'ইজরায়েলের সঙ্গে নিরাপদ সীমান্তে স্বাধীন প্যালেস্তাইনের প্রতিষ্ঠা হোক', রাষ্ট্রসংঘে জানাল ভারত
Last Updated : Nov 25, 2023, 7:28 AM IST

ABOUT THE AUTHOR

...view details