কলম্বো, 20 জুলাই: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন রনিল বিক্রমসিংহে ৷ আজ ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্রটির রাজধানী কলম্বোয় প্রেসিডেন্ট নির্বাচন হয় ৷ গত সপ্তাহে গোতাবায়া রাজাপক্ষে প্রথমে মালদ্বীপে এবং পরে সিঙ্গাপুরে চলে যান ৷ সেখান থেকে তিনি প্রেসিডেন্ট পদে ইস্তফা দেওয়ার পর 13 জুলাই কার্যনির্বাহী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন প্রধানমন্ত্রী রনিল ৷ এবার তিনিই সংকটাপন্ন দেশটির নতুন প্রেসিডেন্ট হলেন (Ranil Wickremesinghe elected as the new President of Sri Lanka) ৷ দেশের 44 বছরের ইতিহাসে এই প্রথম সংসদ সরাসরি প্রেসিডেন্ট নির্বাচন করল ৷
73 বছর বয়সী প্রেসিডেন্ট এর আগে 6 বার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হয়েছেন ৷ শেষবার এ বছর দেশের চরম সংকটের বিরোধীদের চাপে মাহিন্দা রাজাপক্ষে পদত্যাগ করলে বিক্রমসিংহেকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেন তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া ৷
আজ সংসদে 225 জন সদস্যের মধ্যে 134টি ভোট পান প্রধানমন্ত্রী ৷ তাঁর প্রতিপক্ষ দাল্লাস আলাহাপ্পেরুমা (Dullas Alahapperuma) 82টি ভোট এবং বামপন্থী জেভিপি (Janatha Vimukthi Peramuna) নেতা অনুরা কুমারা (Anura Kumara Dissanayake) মাত্র 3টি ভোট পেয়েছেন ৷
আরও পড়ুন: শ্রীলঙ্কার অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন রনিল বিক্রমাসিংহে