নয়াদিল্লি, 15 জুলাই: বাস্তিল দিবসের অনুষ্ঠান মিটেছে শুক্রবার ৷ শনিবার সকালে প্রধানমন্ত্রীর এই বিদেশ সফরকে কটাক্ষ করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷ ফ্রান্সে বাস্তিল দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছিলেন নরেন্দ্র মোদি ৷ এদিকে এই সফরেই রাফাল-এম যুদ্ধবিমান ও সাবমেরিন কেনা নিয়ে ফ্রান্সের সঙ্গে বিপুল অঙ্কের চুক্তি করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক ৷
বাস্তিল দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতি এবং 26টি রাফাল-এম বিমান, কেনার মধ্যে সম্পর্ক রয়েছে দাবি করে টুইট করলেন রাহুল ৷ তিনি লিখলেন, "প্রধানমন্ত্রীকে বাস্তিল দিবসের টিকিট পাইয়ে দিল রাফাল !" এদিকে, মণিপুর এখনও অশান্ত ৷ মে মাসের শুরু থেকেই সেখানে মেইতি ও কুকি জনজাতির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে ৷ মৃত্যু হয়েছে প্রায় 150 জনের ৷ এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোনও বার্তা দেননি ৷
মণিপুরের হিংসাত্মক ঘটনায় উদ্বিগ্ন আন্তর্জাতিক মহল ৷ ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্ট মণিপুরের বিষয়ে আলোচনার জন্য একটি প্রস্তাব গ্রহণ করেছিল ৷ তবে একে দেশের একান্ত অভ্যন্তরীণ বিষয় বলে অভিহিত করেছে ভারত। পাশাপাশি এই আলোচনাকে ঔপনিবেশিক মানসিকতার প্রতিফলন বলে কড়া প্রতিক্রিয়া দিয়েছে বিদেশ মন্ত্রক ৷
আরও পড়ুন: ফ্রান্সের কাছ থেকে আরও 26টি রাফাল কিনতে চলেছে ভারত
মণিপুরে অস্থিরতার মধ্যেই প্রধানমন্ত্রীর ফ্রান্স-আরব সফর নিয়ে আক্রমণ করলেন রাহুল ৷ তিনি লিখলেন, "মণিপুর জ্বলছে ৷ ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্ট ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা করছে ৷ প্রধানমন্ত্রী একটি শব্দও বলেননি !" উল্লেখ্য, মে মাসের প্রথম দিক থেকেই উত্তর-পূর্বের এই ছোট্ট রাজ্যটিতে সংঘর্ষের ঘটনা ঘটে চলেছে ৷ মাঝে জুন মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানে যান ৷ তিনি নিজের চোখে পরিস্থিতি খতিয়ে দেখে শান্তি কমিটি গঠন করেন ৷ তাতেও স্বাভাবিক অবস্থা ফেরেনি মণিপুরে ৷ রাহুল গান্ধি নিজে 29 জুন মণিপুরে যান ৷ সেখানে ত্রাণশিবিরে থাকা মানুষদের সঙ্গে দেখা করেন ৷ বিভিন্ন সংগঠনের মানুষের সঙ্গে কথা বলেন ৷
আরও পড়ুন: 'মণিপুর নিয়ে আলোচনা ঔপনিবেশিক মানসিকতার প্রতিফলন', তোপ বিদেশ মন্ত্রকের
প্রসঙ্গত, ফ্রান্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ৷ 2016 সালে 36টি রাফাল বিমান কেনার চুক্তি হয়েছিল ভারত-ফ্রান্সের মধ্যে ৷ এবারও প্রধানমন্ত্রী ফ্রান্সের পা দেওয়ার আগে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী, ফ্রান্সের একটি সংস্থার থেকে 26টি রাফাল-এম যুদ্ধ বিমান, 3টি স্করপিন শ্রেণির ডিজেল-ইলেকট্রিক সাবমেরিন কেনায় ছাড়পত্র দেন ৷ এই যুদ্ধবিমানগুলি ভারতীয় নৌবাহিনীর আইএনএস-বিক্রমাদিত্য এবং আইএনএস-বিক্রান্ত এয়ারক্রাফ্ট কেরিয়ারে থাকবে বলে জানা গিয়েছে ৷