ক্যালিফোর্নিয়া, 31 মে: "ভারতের রাজনীতি এখন বিজেপি-আরএসএসের নিয়ন্ত্রণে ৷ সেখানে মানুষকে হুমকি দেওয়া হয় ৷ বিরোধীদের বিরুদ্ধে তদন্তকারী সংস্থাগুলিকে কাজে লাগানো হয়", বিদেশের মাটিতে আরও একবার এভাবে মোদি সরকারকে আক্রমণ করলেন রাহুল গান্ধি ৷ তিনি এখন আমেরিকা সফরে এসেছেন ৷ স্থানীয় সময় মঙ্গলবার সান ফ্রান্সিসকোর ক্যালিফোর্নিয়ায় 'মহব্বত কি দুকান' শীর্ষক একটি আলোচনাসভায় বক্তৃতা দেন প্রাক্তন কংগ্রেস সাংসদ ৷ সাদা কুর্তা-পাজামা আর কালো জহর কোটে দেখা গেল ৷ মাথায় ছোট্ট লাল তিলক কেটে পোডিয়ামে দাঁড়িয়ে মানুষের কাছে মনের কথা বললেন রাজীব-তনয় ৷ তাঁর সঙ্গে ছিলেন স্যাম পিত্রোদা ৷
এই আলোচনাসভায় উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্যে রাহুল গান্ধি বলেন, "একজন মানুষ যদি মনে করেন, তিনি সব জানেন, তাহলে দুনিয়াটা তাঁর কাছে খুব বড়ো আর জটিল হয়ে যায় ৷ এটা এক ধরনের রোগ ৷ আমাদের দেশে এরকম একদল মানুষ আছেন, যাঁরা নিজেদের সম্বন্ধে এটাই মনে করেন, যে তাঁরা সব জানেন ৷ এমনকী ভগবানের থেকেও বেশি ৷" তিনি এই মন্তব্যটি প্রধানমন্ত্রীকে নিশানা করেই করেছিলেন, তা বলার অপেক্ষা রাখে না ৷
তাই এরকম মানুষের উদাহরণ দিতে গিয়ে রাহুল উল্লেখ করেন, "আমাদের প্রধানমন্ত্রী তেমনই একজন ৷ যিনি মনে করেন তিনি সব জানেন ৷" এখানে তিনি প্রধানমন্ত্রী সম্পর্কে জানান, ঈশ্বরকেও সামনে বসিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্যাখ্যা করতে পারেন যে কী ভাবে এই জগতটা কাজ করছে ৷ আর ঈশ্বর হকচকিয়ে যাবেন যে আমি কী সৃষ্টি করেছি !
আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ায় রাহুলের ভাষণে বাধা, হাসি মুখে স্বাগত জানালেন সাংসদ
এই আলোচনাসভায় রাহুল তাঁর ভারত জোড়ো যাত্রার প্রসঙ্গ তুলে ধরেন ৷ এর তাৎপর্য উল্লেখ করতে গিয়ে কংগ্রেস নেতা জানান, কোনও রকম জনসভা থেকে শুরু করে আলোচনাসভায় সুফল ইভিএমে পাচ্ছিল না কংগ্রেস ৷ সেখানে সবকিছু বিজেপি-আরএসএসের হাতের মুঠোয় ৷ তাই কংগ্রেস অন্য একটা পথের সন্ধান করছিল ৷ তখন ভারতের দক্ষিণতম প্রান্তটি থেকে উত্তর পর্যন্ত কয়েক হাজার কিলোমিটার রাস্তা হেঁটে মানুষের সঙ্গে সরাসরি সংযোগের বিষয়টি মাথায় আসে কংগ্রেস নেতৃত্বের ৷ আর সেখান থেকেই 'ভারত জড়ো যাত্রা' শুরু করে কংগ্রেস।