লন্ডন, 17 সেপ্টেম্বর: রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য 19 সেপ্টেম্বর ৷ ওয়েস্টমিনস্টার অ্যাবেতে স্থানীয় সময় সোমবার সকাল 11টায় রানিকে শেষ বিদায় জানানো হবে (state funeral of Queen Elizabeth at Westminster Abbey) বলে ঘোষণা করেছে বাকিংহ্যাম প্যালেস (Buckingham Palace) ৷ গত 8 সেপ্টেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ ৷ 70 বছরের রাজত্বের অবসান ঘটে, যা ব্রিটিশ রাজপরিবারের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় (Queen Elizabeth II State funeral security to cost Rs 59 crores in Indian rupees) ৷
এদিন দেশ-বিদেশের কয়েক লক্ষ রাষ্ট্রপ্রধান, নেতাদের আমন্ত্রণ জানিয়েছে রাজপরিবার ৷ সব মিলিয়ে এদিন খরচ হবে 7 মিলিয়ন অর্থাৎ 70 লক্ষের বেশি মার্কিন ডলার, ভারতীয় অর্থমূল্যে যা প্রায় 59 কোটি টাকা ৷ নিউ ইয়র্ক পোস্ট অনুযায়ী, ব্রিটেনের ইতিহাসে শুধুমাত্র একদিনে রানির শেষকৃত্যে নিরাপত্তা খাতেই ব্যয় হচ্ছে 75 লক্ষেরও বেশি মার্কিন ডলার ৷ 19 সেপ্টেম্বর, সোমবার বিদেশ থেকে আগত বহু নেতা থাকবেন ব্রিটেনে ৷ তাঁদের নিরাপত্তার জন্য এমআই5 (Mi5) এবং এমআই6 (Mi6) গোয়েন্দা সংস্থা, লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এবং সিক্রেট সার্ভিস একসঙ্গে কাজ করবে ৷
আরও পড়ুন: রানির শেষকৃত্যে অংশ নিতে তিনদিনের সফরে ব্রিটেন যাবেন রাষ্ট্রপতি