লন্ডন, 18 সেপ্টেম্বর: রানি দ্বিতীয় এলিজাবেথকে (Queen Elizabeth Funeral) শেষ শ্রদ্ধা জানালেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)৷ ওয়েস্টমিনস্টার হলে প্রয়াত রানির কফিনবন্দি দেহে গোটা ভারতবাসীর তরফে শ্রদ্ধা জানান তিনি ৷ এরপর তিনি উপস্থিত থাকবেন শোকজ্ঞাপন অনুষ্ঠানেও ৷
রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের অনুষ্ঠানে যোগ দিতে তিনদিনের সফরে ব্রিটেনে গিয়েছেন দ্রৌপদী মুর্মু ৷ শনিবার রাতেই লন্ডন পৌঁছন তিনি ৷ রানির মরদেহে শেষশ্রদ্ধা জানানোর পর বাকিংহাম প্যালেসে রাজকীয় রিসেপশনে মুর্মুকে আমন্ত্রণ জানিয়েছেন এলিজাবেথের উত্তরসূরি তৃতীয় কিং চার্লস ও কুইন কনসর্ট ক্যামিলা ৷ ওয়েস্টমিনস্টার হল (Westminster Hall) হয়ে শোকজ্ঞাপক বইয়ে স্বাক্ষর করতে ল্যাংকাস্টার হাউসেও গিয়েছিলেন ভারতের রাষ্ট্রপতি (Droupadi Murmu offers tributes at Westminster Hall)৷
জাকি কুপার, যিনি 2009 থেকে 2012 সালের মধ্যে রানির রাজ পরিবারে কাজ করেছিলেন এবং রাজতন্ত্র সম্পর্কে ব্যাপকভাবে লিখেছেন, তিনি বিশ্বাস করেন যে রানি "ভারতের সঙ্গে স্নেহপূর্ণ সম্পর্ক" উপভোগ করেছেন এবং কমনওয়েলথের রূপান্তরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন । কুপার আরও বলেছেন যে, অনেক দেশের স্ব-সংকল্পের আকাঙ্ক্ষাকে স্বীকৃতি দিয়ে, রানি কমনওয়েলথকে বরণ করে নিয়েছিলেন । তাঁর বার্তায় এবং বক্তৃতায় বারে বারে উঠে এসেছে কমনওয়েলথের নাম ৷ তিনি সংগঠনের প্রধান এবং এর অনুপ্রেরণাও ছিলেন । বিভিন্ন দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিকাশে তাঁর উদ্যোগের কথাও তুলে ধরেছেন কুপার ৷
আরও পড়ুন:'একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় ইভেন্ট', রানির শেষকৃত্যের প্রস্তুতি তুঙ্গে ব্রিটেনে
সোমবার, 19 সেপ্টেম্বর রাজকীয় প্রথা মেনে হতে চলেছে প্রয়াত রানির শেষকৃত্য (UK queen Funeral)৷ আমন্ত্রিত 500 জন বিদেশি প্রতিনিধি ৷ ব্রিটেনের সম্প্রচারক বিবিসির মতে, রেকর্ড 70 বছরের শাসক রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য হতে চলেছে একবিংশ শতাব্দীর সবচেয়ে ইভেন্ট, যার সঙ্গে অন্য কোনও ইভেন্টের কোনও তুলনা করা যাবে না (Britain's biggest ever funeral)৷