চণ্ডীগড়, 24 সেপ্টেম্বর:ভারত-কানাডার মধ্যে কূটনৈতিক টানাপোড়েন চলছে ৷ এর মধ্যে কানাডায় বসবাসকারী ভারতীয় এবং পড়ুয়াদের জন্য বিশেষ হেল্পলাইন নম্বর চালু করার আর্জি জানালেন পঞ্জাবের বিজেপি সভাপতি সুনীল জাখর ৷ শনিবার তিনি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে লেখা চিঠিতে জানান, কানাডায় যে ভারতীয়রা বসবাস করছেন তাঁদের নিয়ে তিনি উদ্বিগ্ন ৷ সেখানকার ভারতীয়দের নিরাপত্তায় কী কী বন্দোবস্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ? তার একটি বিস্তারিত তালিকা প্রকাশ করার আর্জিও জানিয়েছেন পঞ্জাবের বিজেপি সভাপতি ৷
চিঠিতে তিনি লেখেন, "আমি নিশ্চিত, কানাডায় যে ভারতীয়রা রয়েছেন, তাঁরা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন ৷ আতঙ্ক এখন তাঁদের সবসময়ের সঙ্গী ৷ তাছাড়া বহু পড়ুয়া বিদেশে যাওয়ার জন্য অপেক্ষা করছেন। তাঁরা কী করবেন তাও বুঝে উঠতে পারছেন না ৷ আপনার কার্যালয় থেকে কোনও আশ্বাস পেলে সকলেই নিশ্চিন্ত বোধ করতে পারেন ৷"
বহু পড়ুয়া কানাডায় পড়তে যাবেন বলে পরিকল্পনা করছেন ৷ তাঁদের জন্য একটি হোয়্যাটসঅ্যাপ নম্বর চালু করার আবেদন জানিয়েছেন সুনীল জাখর ৷ এতে পড়ুয়ারা কেন্দ্রীয় সরকারে সঙ্গে যোগাযোগ রেখে কানাডার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ৷ এছাড়া ভারতীয় দূতাবাসেও একটি বিশেষ হেল্পলাইন চালু করার উপর জোর দিয়েছেন পঞ্জাবের বিজেপি প্রধান ৷