নয়াদিল্লি, 15 নভেম্বর: মালদ্বীপের নতুন রাষ্ট্রপতি মহম্মদ মুইজ্জুর শপথ অনুষ্ঠানে যোগদানের জন্য কেন্দ্রীয় আর্থ ও সায়েন্সমন্ত্রী কিরেণ রিজিজুকে নিযুক্ত করা হয়েছে ৷ এরই সঙ্গে, 17 নভেম্বর মালেতে কূটনৈতিক প্রোটোকল অনুসারে ভারত এবং চিন উভয়ই সমান স্তরে প্রতিনিধিত্ব করবে বলেও জানা গিয়েছে।
বুধবার বিদেশমন্ত্রকের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, “মালদ্বীপের নির্বাচিত প্রেসিডেন্টের আমন্ত্রণে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে 16 থেকে 18 নভেম্বর কেন্দ্রীয় আর্থ ও সায়েন্সমন্ত্রী কিরেণ রিজিজু মালদ্বীপ সফর করবেন ৷” বিবৃতিতে আরও বলা হয়েছে, “মালদ্বীপ হল ভারতের গুরুত্বপূর্ণ ভারত মহাসাগর অঞ্চলের প্রতিবেশী (আইওআর) ৷ শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর 'প্রতিবেশী প্রথম নীতি'-তে একটি বিশেষ স্থান দখল করে আছে ৷” অনুষ্ঠানে ভারতের এই উচ্চ-স্তরের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিত্ব দুই দেশের মধ্যে প্রকৃত সহযোগিতা এবং শক্তিশালী সম্পর্ককে আরও গভীর করবে বলেও বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে ৷
অন্যদিকে, বেইজিং ঘোষণা করার দুই দিন পর এই বিবৃতি এসেছে যে, স্টেট কাউন্সিলর শেন ইকিন মালেতে অনুষ্ঠিত অনুষ্ঠানে চিনের হয়ে প্রতিনিধিত্ব করবেন। রিজিজু এবং শেন উভয়ই তাদের নিজের দেশের হয়ে বৈদেশিক বিষয় পরিচালনার সঙ্গে অবশ্য সরাসরি জড়িত নন। মন্ত্রী হিসেবে রিজিজুর দায়িত্ব হল বায়ুমণ্ডলীয় বিজ্ঞান, সমুদ্র বিজ্ঞান ও প্রযুক্তি এবং ভূকম্পনবিদ্যাকে সমন্বিতভাবে দেখাশোনা করা ৷ অন্যদিকে, শেন মানবসম্পদ বিষয়ক, সামাজিক বিষয়, নাগরিক বিষয়ক, নারী ও শিশু বিষয়ক এবং জাতিগত বিষয়ের দায়িত্বে রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার চিনপন্থী অবস্থানের জন্য পরিচিত মুইজু-এর পদগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন কি না, তা নিয়ে জল্পনার মধ্যে রিজিজু ভারতের প্রতিনিধিত্ব করবেন বলে ঘোষণা করা হয়েছে। 2018 সালে, মোদি মালদ্বীপের প্রাক্তন রাষ্ট্রপতি ইব্রাহিম সোলিহের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ৷
মুইজ্জু সেপ্টেম্বরের শেষে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে সোলিহকে পরাজিত করেছিলেন। মুইজ্জু পিপলস ন্যাশনাল কংগ্রেস (পিএনসি) এবং মালদ্বীপের প্রগ্রেসিভ পার্টি (পিপিএম)-এর যৌথ প্রার্থী ছিলেন। প্রাথমিকভাবে পিপিএম-এর ইয়ামিনকে পিএনসি এবং পিপিএম-এর যৌথ প্রার্থী হিসাবে মনোনীত করা হয়েছিল। কিন্তু মানি লন্ডারিং মামলায় 11 বছরের জেল হওয়ায় তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অযোগ্য হয়ে পড়েন। ফলস্বরূপ, পিএনসি-র মুইজ্জু যৌথ পিএনসি-পিপিএম প্রার্থী হিসাবে মনোনীত হন।