কলম্বো, 10 মে :জটিল থেকে জটিলতর হচ্ছে শ্রীলঙ্কার পরিস্থিতি ৷ চরম অর্থনৈতিক সংকটে ধুঁকতে থাকা ভারতের প্রতিবেশী দ্বীপরাষ্ট্রে সোমবার থেকে সরকারি বিরোধী আন্দোলন হিংসাত্মক চেহারা নিয়েছে ৷ প্রাণ গিয়েছে শাসকদলের সাংসদের ৷ পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় গতকালই প্রধানমন্ত্রীত্ব থেকে ইস্তফা দিয়েছেন মহিন্দা রাজাপক্ষে ৷ সোমবার রাতের দিকে বিক্ষুব্ধ জনতা হাম্বানটোটায় তাঁর পৈতৃক ভিটেও জ্বালিয়ে দেয় ৷ মঙ্গলবার সকালে জানা যায়, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রাণে বাঁচতে সপরিবারে আশ্রয় নিয়েছেন ত্রিণকোমালির নৌ-ঘাঁটিতে (Protests at Lankan naval base housing as Mahinda Rajapaksa takes shelter there) ৷ এই পরিস্থিতিতে সংসদে জরুরি অধিবেশনের ডাক দিয়েছেন অধ্যক্ষ মহিন্দা ইয়াপা আবেবর্ধনা ৷
শ্রীলঙ্কার সংবাদমাধ্যম সূত্রে খবর, সরকারি বিরোধী আন্দোলনের আঁচ বা ব্যপ্তি এতটাই সাঙ্ঘাতিক আকার নিয়েছে যে পরিবার নিয়ে বসতবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন রাজাপক্ষে ৷ সেনার তরফে মহিন্দা রাজাপক্ষে এবং তাঁর পরিবারকে সেখান থেকে উদ্ধারে সাহায্য করে ৷ যদিও নৌঘাঁটিতে খুব শান্তিতে নেই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ৷ রাজাপক্ষে আশ্রয় নেওয়ার খবর শুনে দেশের উত্তর-পূর্ব উপকূলের ত্রিণকোমালি নৌঘাঁটিতে শুরু হয়েছে বিক্ষোভ ৷