পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Sri Lanka Crisis: শ্রীলঙ্কায় গণবিক্ষোভে এবার পুড়ল প্রধানমন্ত্রীর বাসভবন - পুড়ল শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বাসভবন

শনিবার রাতে ক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দেয় শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বাসভবনে (protestors set ablaze the private residence of Sri Lankan PM Ranil Wickremesinghe) ৷ এদিনই সে দেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন রনিল বিক্রমসিংহে ৷ এদিন রাষ্ট্রপতি ভবনেরও দখল নিয়েছে বিক্ষোভকারীরা ৷

Sri Lanka Crisis
শ্রীলঙ্কায় গণবিক্ষোভে এবার পুড়ল প্রধানমন্ত্রীর বাসভবন

By

Published : Jul 9, 2022, 9:50 PM IST

Updated : Jul 9, 2022, 11:05 PM IST

কলম্বো, 9 জুলাই:ক্রমে জটিল হচ্ছে শ্রীলঙ্কার পরিস্থিতি ৷ শনিবার রাতে ক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দেয় শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বাসভবনে (protestors set ablaze the residence of Sri Lankan PM) ৷ উল্লেখ্য, এদিনই সে দেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছে রনিল বিক্রমসিংহে ৷

জানা গিয়েছে এদিন রাতে রনিল বিক্রমসিংহের ব্যক্তিগত আবাসস্থলে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা ৷ শ্রীলঙ্কার রাজনৈতিক ও অর্থনৈতিক অচলাবস্থার মাঝে চলতি বছরের 12 মে এই দ্বীপরাষ্ট্রের প্রধানমন্ত্রী পদে বসেছিলেন রনিল বিক্রমসিংহে ৷ জানা গিয়েছে, এদিন কলম্বোয় রনিলের বাসভবনে হামলা চালানোর সময় তাঁর নিরাপত্তারক্ষীদেরও আক্রমণ করা হয় ৷

আরও পড়ুন:'নিরুদ্দেশ' প্রেসিডেন্ট গোতাবায়া, পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে

উল্লেখ্য, গত কয়েকমাস ধরে শ্রীলঙ্কায় যে রাজনৈতিক ও অর্থনৈতিক অচলাবস্থা চলছে তা চরমা মাত্রায় পৌঁছোয় শনিবার ৷ দেশের বিক্ষোভকারী জনগণ এদিন সকালে দখল করে নেন শ্রীলঙ্কার প্রেসিডেন্টের প্রাসাদ ৷ যদিও তার আগে থেকেই খোঁজ মিলছিল না সে দেশের রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষের ৷ মনে করা হচ্ছে দেশ ছেড়ে পালিয়েছেন তিনি নয়তো দেশের মধ্যেই কোনও গোপন স্থানে লুকিয়ে আছেন তিনি ৷ শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতিকে গণ অভ্যুথ্থান হিসেবেই দেখছেন অনেকে ৷

Last Updated : Jul 9, 2022, 11:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details