কলম্বো, 9 জুলাই:ক্রমে জটিল হচ্ছে শ্রীলঙ্কার পরিস্থিতি ৷ শনিবার রাতে ক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দেয় শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বাসভবনে (protestors set ablaze the residence of Sri Lankan PM) ৷ উল্লেখ্য, এদিনই সে দেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছে রনিল বিক্রমসিংহে ৷
জানা গিয়েছে এদিন রাতে রনিল বিক্রমসিংহের ব্যক্তিগত আবাসস্থলে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা ৷ শ্রীলঙ্কার রাজনৈতিক ও অর্থনৈতিক অচলাবস্থার মাঝে চলতি বছরের 12 মে এই দ্বীপরাষ্ট্রের প্রধানমন্ত্রী পদে বসেছিলেন রনিল বিক্রমসিংহে ৷ জানা গিয়েছে, এদিন কলম্বোয় রনিলের বাসভবনে হামলা চালানোর সময় তাঁর নিরাপত্তারক্ষীদেরও আক্রমণ করা হয় ৷