তেহরান, 4 ডিসেম্বর: ইরানের (Protest in Iran) মুক্তমনাদের বিপ্লবের কাছে নতি স্বীকার করল সরকার (Iran Abolishes Morality Police)৷ হিজাব আন্দোলনের চাপের মুখে বাধ্য হয়ে নীতি পুলিশ বাহিনীকে বাতিল করল তেহরান ৷
মহিলাদের জন্য দেশের কঠোর পোশাকবিধি লঙ্ঘন করার অভিযোগে গ্রেফতার হতে হয়েছিল মাহসা আমিনিকে (Mahsa Amini)৷ গ্রেফতারির তিন দিন পর, 16 সেপ্টেম্বর মৃত্যু হয় কুর্দিশ বংশোদ্ভূত 22 বছরের তরুণীর ৷ তারই প্রতিবাদে শুরু হয় আন্দোলন ৷ টানা দু মাসেরও বেশি সময় ধরে চলছে বিক্ষোভ ৷ জনরোষের চাপে অবশেষে নীতি পুলিশি বাতিল বলে ঘোষণা করল ইরান ৷ রবিবার স্থানীয় গণমাধ্যমে এমনই দাবি করা হয়েছে ।
অ্যাটর্নি জেনারেল মহম্মদ জাফর মনতাজেরিকে উদ্ধৃত করে সংবাদসংস্থা আইএসএনএ জানিয়েছে, "বিচার বিভাগের সঙ্গে নীতি পুলিশের কোনও সম্পর্ক নেই", এটি বিলুপ্ত করা হয়েছে ৷ একটি ধর্মীয় সম্মেলনে গিয়েছিলেন অ্যাটর্নি জেনারেল ৷ সেখানে একজন অংশগ্রহণকারী তাঁকে প্রশ্ন করেন যে, "কেন নীতি পুলিশি বন্ধ করা হচ্ছে ?" তারই জবাব দিতে গিয়ে মনতাজেরি বলেন, এর সঙ্গে বিচার বিভাগের কোনও সম্পর্ক নেই ৷