পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

US Condemns Nupur Sharma comment: 2 বিজেপি কর্মীর 'আপত্তিকর' মন্তব্যের নিন্দায় সরব আমেরিকা - পয়গম্বর মন্তব্য

পয়গম্বর (Prophet Row) নিয়ে 2 বিজেপি কর্মীর বিতর্কিত মন্তব্যের নিন্দায় এ বার সরব হল আমেরিকা (US Condemns Nupur Sharma comment)৷ মার্কিন স্টেট ডিপার্টমেন্ট মুখপাত্র নেড প্রাইস বলেছেন, "বিজেপির দুই কর্মীর আপত্তিকর মন্তব্যের তীব্র নিন্দা করছি ৷"

Prophet Row: US Condemns Offensive Comments Made By 2 BJP Officials
পয়গম্বর নিয়ে 2 বিজেপি কর্মীর মন্তব্যের নিন্দায় সরব আমেরিকা

By

Published : Jun 17, 2022, 11:37 AM IST

Updated : Jun 17, 2022, 11:56 AM IST

ওয়াশিংটন, 17 জুন: বিজেপির থেকে বহিষ্কৃত দুই নেতা নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দলের বিতর্কিত মন্তব্যের তীব্র নিন্দা করল আমেরিকা (US Condemns Nupur Sharma comment)৷ তবে বিজেপি নেতৃত্বও প্রকাশ্যে তাঁদের নেতাদের মন্তব্যের নিন্দা করায় সন্তোষ প্রকাশ করেছে জো বাইডেনের দেশ (Prophet Row)৷

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস এ বিষয়ে এক পাকিস্তানি সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেন, "বিজেপির দুই কর্মীর আপত্তিকর মন্তব্যের তীব্র নিন্দা করছি ৷ তবে দলের তরফেও প্রকাশ্যে সেই মন্তব্যের নিন্দা করা হয়েছে, এতে আমরা খুশি ৷" তাঁর কথায়, "ধর্ম ও বিশ্বাস-সহ মানবাধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আমরা প্রতিনিয়ত ভারত সরকারের শীর্ষ স্তরের সঙ্গে কথাবার্তা বলি ৷ মানবাধিকার রক্ষার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমরা ভারতকে অনুপ্রাণিত করি ৷"

প্রসঙ্গত, একটি টেলিভিশন চ্যানেলের বিতর্কসভায় অংশ নিয়েছিলেন নূপুর শর্মা ৷ সেখানে তাঁর করা মন্তব্যকে ঘিকে দেশজুড়ে গন্ডগোলের সূত্রপাত ৷ পয়গম্বরকে নিয়ে করা মন্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্কের (Prophet Remarks Row) জেরে গত 5 জুন নূপুর শর্মাকে 6 বছরের জন্য সাসপেন্ড করে বিজেপি ৷ একই কারণে, বিজেপি নেতা নবীন কুমার জিন্দলকে দল থেকে বহিষ্কার করা হয় ৷ যদিও তারপরও আরব দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্কের টানাপোড়েন দূর হয়নি ৷

আরও পড়ুন:Prophet Remarks Row: পর পর এফআইআর, নূপুর-নবীনকে ডেকে পাঠাল ভিওয়ান্ডি পুলিশ

এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে কুয়েত, কাতার, ইন্দোনেশিয়া, সৌদি আরব, মালদ্বীপ, সংযুক্ত আরব আমিরশাহী, বাহরিন, ওমান ও আফগানিস্তান-সহ বিভিন্ন দেশ (US Condemns Offensive Comments Made By 2 BJP Officials)৷

Last Updated : Jun 17, 2022, 11:56 AM IST

ABOUT THE AUTHOR

...view details