লন্ডন, 30 সেপ্টেম্বর:ব্রিটেনের ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী চলতি সপ্তাহে স্কটল্যান্ড সফরে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন ৷ অভিযোগ, গ্লাসগো শহরের একটি গুরুদুয়ারায় ঢুকতে তাঁকে বাধা দেয় চরমপন্থী খালিস্তানীরা।
শুক্রবার অ্যালবার্ট ড্রাইভে গ্লাসগো গুরুদুয়ারায় ভারতের হাইকমিশনার গুরুগ্রন্থ সাহিব পরিদর্শনে যান ৷ সেই সময় 'শিখ যুব ইউকে'-এর সদস্যদের সঙ্গে গুরুদুয়ারার কর্মকর্তাদের সংঘর্ষ হয় ৷ সেই ভিডিয়োও পোস্ট করেছে শিখ সংগঠন ৷ কারণ হিসাবে তাদের দাবি, সংগঠনের মধ্যে কয়েকজন হাইকমিশনারের গাড়ির কাছে এসে তাঁকে ফিরে চলে যেতে বলেছিল ৷
সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, সরকারি সূত্র মারফৎ জানানো হয়েছে, স্কটল্যান্ডের একটি গুরুদুয়ারায় ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীকে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে ৷ এমন একটি ঘটনায় ভারত যুক্তরাজ্যের বিদেশ মন্ত্রক এবং পুলিশের কাছে গভীর উদ্বেগও প্রকাশ করেছে। সংবাদ সংস্থার দাবি, সরকারি সূত্র জানিয়েছে, শুক্রবার গ্লাসগোতে একটি গুরুদুয়ারায় প্রবেশের সময় থেকে দোরাইস্বামীকে কয়েকজন শিখ চরমপন্থী বাধা দেয়। ভারতীয় হাইকমিশনার তাদের সঙ্গে অবশ্য বচসায় না-জড়িয়ে সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন।
ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। তদন্তে নেমেছে স্কটল্যান্ড ইয়ার্ডও ৷ স্কটল্যান্ড পুলিশের মুখপাত্র বলেন, “গ্লাসগোর অ্যালবার্ট ড্রাইভ এলাকায় ঘটে যাওয়া বিশৃঙ্খলার রিপোর্টের জন্য 29 সেপ্টেম্বর শুক্রবার রাত একটা নাগাদ আমাদের ডাকা হয়েছিল। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ৷ সম্পূর্ণ পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে ৷ প্রকৃত ঘটনা জানতে তদন্ত চলছে ৷”
অন্যদিকে, এক শিখ ব্যক্তিকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিয়োতে বলতে শোনা যায়, “যেকোনও ভারতীয় রাষ্ট্রদূতকে, ভারত সরকারের যে কেউ ভিসা নিয়ে বা সরকারি ক্ষমতায় এখানে আসবেন আমাদের ঠিক এভাবেই তাদের অভিবাদন জানানো উচিত ৷” স্কটল্যান্ডে ভারতীয় হাইকমিশনারের দু'দিনের সফরের শেষের দিকে এই গুরুদুয়ারায় এসেছিলেন ৷ যেখানে স্থানীয় রাজনৈতিক নেতা, প্রবাসী প্রতিনিধি, ব্যবসায়ী প্রধান এবং বিশ্ববিদ্যালয় গ্রুপগুলির সঙ্গে একাধিক বৈঠক এবং আলোচনায় বসার কথা ছিল তাঁর ৷
আরও পড়ুন: ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক স্থিতিশীল, দাবি এস জয়শঙ্করের
গুরুদুয়ারায় ইভেন্টগুলির অংশ হিসাবে গুরুদুয়ারা কমিটির অনুরোধে শিখ গোষ্ঠীগুলির সঙ্গে দেখা করার পাশাপাশি কনস্যুলার এবং অন্যান্য বিষয়ে তাদের উদ্বেগগুলি সমাধান করার জন্যই আয়োজন করা হয়েছিল।