লন্ডন, 24 অক্টোবর:একের পর এক বদলে যাচ্ছেন প্রধানমন্ত্রী ৷ অথচ নির্বাচনের কোনও বালাই নেই ! সাম্প্রতিককালে এটাই ঘটছে ব্রিটিশ রাজনীতি (British Politics) এবং প্রশাসনের শীর্ষস্তরে ৷ যদিও বিরোধী লেবার পার্টির (Labour Party) দাবি, প্রধানমন্ত্রীর মুখ বদল বন্ধ করে অবিলম্বে ভোট করানোর হোক দেশে ৷ শাসন ক্ষমতায় থাকা কনজারভেটিভরা (Conservative Party) অবশ্য সেসবে কান দিতে নারাজ ৷ দেশের অর্থনৈতিক অবস্থা টালমাটাল হলেও ক্ষমতা হাত থেকে যেতে দিতে চায় না তারা ৷ আর এক্ষেত্রে ব্রিটেনের সরকারি গঠনতন্ত্র এবং সংসদীয় গণতন্ত্রও তাঁদের সহায়ক হয়েছে ৷
ব্রিটেনের আমজনতা তাদের প্রধানমন্ত্রী নির্বাচন করে না:
ব্রিটিশ নাগরিকরা সরাসরি তাঁদের প্রধানমন্ত্রী (Prime Minister of Britain) নির্বাচন করেন না ৷ ব্রিটেনে মোট 650টি স্থানীয় কেন্দ্র রয়েছে ৷ ব্রিটিশ পার্লামেন্টে সংশ্লিষ্ট স্থানীয় কেন্দ্রের প্রতিনিধিত্ব কে করবেন, সেটাই ঠিক করে ব্রিটিশ জনতা ৷ ব্রিটেনে এই নির্বাচিত জনপ্রতিনিধিরাই হলেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য বা এমপি ৷ অধিকাংশ ক্ষেত্রেই এই এমপি-রা দেশের বড় কোনও রাজনৈতিক দলের সদস্য হন ৷ যে দলের এমপি সংখ্যা সবথেকে বেশি, তারাই সরকার গঠন করে এবং সেই দলের প্রধান নেতা দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন ৷ এক্ষেত্রে জোট সরকার গঠনের সম্ভাবনা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই তেমনটা হয় না ৷ এর জন্য নির্বাচনী ব্যবস্থাপনাকেই দায়ী করে ওয়াকিবহাল মহল ৷