মস্কো, 30 জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাশিয়ার 'একজন বড় বন্ধু' বলে উল্লেখ করলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৷ তাঁর 'মেক ইন ইন্ডিয়া' প্রচার সত্যিই দেশের অর্থনীতিকে প্রভাবিত করেছে, এমনটা মনে করেন রাশিয়ার প্রেসিডেন্ট ৷ মস্কোর স্থানীয় সময় বৃহস্পতিবার রাশিয়ার এজেন্সি ফর স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভ বা এএসআই-এর একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্কে প্রশংসাসূচক এই মন্তব্য করেন তিনি ৷
একটি সংবাদসংস্থা রাশিয়ার প্রেসিডেন্টের মন্তব্য উদ্ধৃত করে লেখে, "ভারতে আমার বন্ধুরা এবং আমাদের পরম বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি কয়েক বছর আগে 'মেক ইন ইন্ডিয়া' উদ্যোগ নিয়েছিলেন ৷ ভারতের অর্থনীতিকে এটা সত্যি প্রভাবিত করেছে ৷ খুব ভালো কাজ করছে ৷ আমাদের বন্ধুরা এটা তৈরি করেছে ৷"
রাশিয়ার ইউক্রেনে সামরিক অভিযানের ফলে পশ্চিমি দেশগুলি পুতিনের দেশের উপর একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে ৷ এই সময় ভারত রাশিয়ার কোম্পানিগুলিকে সাহায্য করেছে ৷ তাদের সামগ্রীর বাণিজ্যিকরণে হাত বাড়িয়ে দিয়েছে ভারত ৷ ওই অনুষ্ঠানে ভারতের এই ভূমিকার কথা তুলে ধরেন পুতিন ৷