পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Queen Elizabeth II Funeral: বাকিংহাম প্যালেসে রাষ্ট্রপতির সঙ্গে রাজা তৃতীয় চার্লসের সাক্ষাৎ

রবিবার সন্ধ্যায় বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের (King Charles III) সঙ্গে প্রথমবার সাক্ষাৎ হল ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (President Droupadi Murmu) ৷ প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের (Queen Elizabeth II Funeral) অনুষ্ঠানে যোগ দিতে বর্তমানে ইংল্যান্ডে গিয়েছে ভারতের রাষ্ট্রপতি ৷

President Droupadi Murmu Meets King Charles III at Buckingham Palace
President Droupadi Murmu Meets King Charles III at Buckingham Palace

By

Published : Sep 19, 2022, 8:39 AM IST

Updated : Sep 19, 2022, 10:25 AM IST

লন্ডন, 19 সেপ্টেম্বর: ইংল্যান্ডের রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের (Queen Elizabeth II Funeral) আগে বিশ্বের 500 জন বিদেশি প্রতিনিধিদের নিয়ে আয়োজিত রিসেপশনে রাজা তৃতীয় চার্লসের (King Charles III) সঙ্গে সাক্ষাৎ হয় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (President Droupadi Murmu) ৷ রবিবার সন্ধ্য়ায় বাকিংহাম প্যালেসে (Buckingham Palace) একটি রিসেপশনের আয়োজন করা হয়েছিল ৷ সেখানে শোকপ্রকাশ বইয়ে সই করেন ভারতের রাষ্ট্রপতি ৷ লন্ডনের বাকিংহাম প্যালেসের কাছে ল্যাঙ্কাস্টার হাউসে রানি দ্বিতীয় এলিজাবেথের জন্য শোকপ্রকাশের বইয়ে সই করেন ভারতের রাষ্ট্রপতি ৷

রাষ্ট্রপতি ভবনের তরফে একটি টুইট করে জানানো হয়, ‘‘রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লন্ডনের ল্যাঙ্কাস্টার হাউসে রানি দ্বিতীয় এলিজাবেথের স্মরণে শোকপ্রকাশের বইয়ে সই করেছেন ৷’’ প্রসঙ্গত, এর আগে ওয়েস্টমিনস্টার হলে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ ৷ রানির মরদেহে শেষশ্রদ্ধা জানানোর পর রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে বাকিংহাম প্যালেসে রাজকীয় রিসেপশনে অংশে নেন দ্রৌপদী মুর্মু ৷ সেখানেই ভারতের রাষ্ট্রপতি এবং রাজা তৃতীয় চার্লসের সাক্ষাৎ হয় ৷ দু’জনের মধ্যে সৌজন্য বিনিময়ের পাশাপাশি, বেশ কিছুক্ষণ আলাপচারিতাও হয় ৷

সোমবার, 19 সেপ্টেম্বর রাজকীয় প্রথা মেনে হতে চলেছে প্রয়াত রানির শেষকৃত্য (UK queen Funeral)৷ আমন্ত্রিত 500 জন বিদেশি প্রতিনিধি ৷ ব্রিটেনের সম্প্রচারক বিবিসির মতে, রেকর্ড 70 বছরের শাসক রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য হতে চলেছে একবিংশ শতাব্দীর সবচেয়ে ইভেন্ট, যার সঙ্গে অন্য কোনও ইভেন্টের কোনও তুলনা করা যায় না (Britains biggest ever funeral)৷

আরও পড়ুন:শতাব্দীর সবচেয়ে বড় ইভেন্ট, রানির শেষকৃত্যে ব্রিটেনে রাষ্ট্রনেতাদের সমাবেশ

বর্তমানে ব্রিটেনের সংসদের ওয়েস্টমিনিস্টার হলে শায়িত রয়েছে রানির দেহ ৷ সোমবার শেষকৃত্যের অনুষ্ঠান শুরুর আগে সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন দেশ-বিদেশের অতিথি, অভ্যাগতরা ৷ স্থানীয় সময় সকাল 10টা 35 মিনিটে ওয়েস্টমিনিস্টার হল থেকে ওয়েস্টমিনিস্টার অ্যাবের উদ্দেশ্যে রওনা দেবে রানির কফিনবন্দী দেহ ৷ প্রথা মেনে 98 রয়্যাল নেভির সদস্যরা নিয়ে যাবেন এই কফিন ৷

আরও পড়ুন:কফিনবন্দি রানিকে শেষ শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মুর্মু

রানির শবদেহবাহী শকটের সঙ্গেই যাবেন রাজ পরিবারের সদস্যরা ৷ সকাল 10টা 44 মিনিটে রয়্যাল নেভির স্টেট গান ক্যারেজে করে রানির দেহ পৌঁছবে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে ৷ সেখানেই তাঁর শেষকৃত্যের অনুষ্ঠান হবে ৷ 10টা 52 মিনিটে সেখানে এসে পৌঁছবেন রাজপরিবারের সদস্যরা ৷ গোটা অনুষ্ঠানের দায়িত্বে থাকবেন ডিন অফ ওয়েস্টমিনিস্টার ৷

বেলা 12টা নাগাদ ওয়েস্টমিনিস্টার অ্যাবের অনুষ্ঠান শেষে রানির মরদেহবাহী শকট নিয়ে যাওয়া হবে ওয়েলিংটন আর্চে ৷ দুপুর 1টা নাগাদ সেখানে পৌঁছনোর পর রানিকে গান স্যালুট দেওয়া হবে ৷ এরপর উইন্ডসোরের উদ্দেশ্যে রওনা হবে রানির দেহ ৷ সেখানে পৌঁছবেন রাজপরিবারের সদস্যরা ৷ বিকেল 4টে নাগাদ ওইন্ডসোরের সেন্ট জর্জ চ্যাপেলে সংলগ্ন নির্দিষ্ট স্থানে রানিকে সমাধিস্থ করার কাজ শুরু হবে ৷ অনুষ্ঠানের দায়িত্বে থাকবেন ডিন অফ উইন্ডসোর ৷ রানিকে সমাধিস্থ করার আগে তাঁর কফিনের উপর থেকে সরানো হবে তাঁর মুকুট ৷ ডিউক অফ এডিনবরার পাশেই সমাধিস্থ হবেন রানি দ্বিতীয় এলিজাবেথ ৷

Last Updated : Sep 19, 2022, 10:25 AM IST

ABOUT THE AUTHOR

...view details