লন্ডন, 19 সেপ্টেম্বর: ইংল্যান্ডের রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের (Queen Elizabeth II Funeral) আগে বিশ্বের 500 জন বিদেশি প্রতিনিধিদের নিয়ে আয়োজিত রিসেপশনে রাজা তৃতীয় চার্লসের (King Charles III) সঙ্গে সাক্ষাৎ হয় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (President Droupadi Murmu) ৷ রবিবার সন্ধ্য়ায় বাকিংহাম প্যালেসে (Buckingham Palace) একটি রিসেপশনের আয়োজন করা হয়েছিল ৷ সেখানে শোকপ্রকাশ বইয়ে সই করেন ভারতের রাষ্ট্রপতি ৷ লন্ডনের বাকিংহাম প্যালেসের কাছে ল্যাঙ্কাস্টার হাউসে রানি দ্বিতীয় এলিজাবেথের জন্য শোকপ্রকাশের বইয়ে সই করেন ভারতের রাষ্ট্রপতি ৷
রাষ্ট্রপতি ভবনের তরফে একটি টুইট করে জানানো হয়, ‘‘রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লন্ডনের ল্যাঙ্কাস্টার হাউসে রানি দ্বিতীয় এলিজাবেথের স্মরণে শোকপ্রকাশের বইয়ে সই করেছেন ৷’’ প্রসঙ্গত, এর আগে ওয়েস্টমিনস্টার হলে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ ৷ রানির মরদেহে শেষশ্রদ্ধা জানানোর পর রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে বাকিংহাম প্যালেসে রাজকীয় রিসেপশনে অংশে নেন দ্রৌপদী মুর্মু ৷ সেখানেই ভারতের রাষ্ট্রপতি এবং রাজা তৃতীয় চার্লসের সাক্ষাৎ হয় ৷ দু’জনের মধ্যে সৌজন্য বিনিময়ের পাশাপাশি, বেশ কিছুক্ষণ আলাপচারিতাও হয় ৷
সোমবার, 19 সেপ্টেম্বর রাজকীয় প্রথা মেনে হতে চলেছে প্রয়াত রানির শেষকৃত্য (UK queen Funeral)৷ আমন্ত্রিত 500 জন বিদেশি প্রতিনিধি ৷ ব্রিটেনের সম্প্রচারক বিবিসির মতে, রেকর্ড 70 বছরের শাসক রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য হতে চলেছে একবিংশ শতাব্দীর সবচেয়ে ইভেন্ট, যার সঙ্গে অন্য কোনও ইভেন্টের কোনও তুলনা করা যায় না (Britains biggest ever funeral)৷
আরও পড়ুন:শতাব্দীর সবচেয়ে বড় ইভেন্ট, রানির শেষকৃত্যে ব্রিটেনে রাষ্ট্রনেতাদের সমাবেশ