লন্ডন, 18 সেপ্টেম্বর: রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য 19 সেপ্টেম্বর । স্থানীয় সময় সোমবার সকাল 11টায় ৷ তাতে আমন্ত্রিত ভারতের নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ শনিবার সন্ধ্যা নাগাদ লন্ডনে পৌঁছলে তিনি ৷ একটি টুইট বার্তায় একথা জানিয়েছে রাষ্ট্রপতিভবন (President Droupadi Murmu arrives in London to attend the state funeral of Queen Elizabeth II) ৷
8 সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে (Balmoral Castle in Scotland) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রানি ৷ তাঁর বয়স হয়েছিল 96 (Queen Elizabeth II death) ৷ 70 বছর দীর্ঘ রাজত্বের অবসান ঘটে তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গে ৷ ব্রিটিশ রাজপরিবারের ইতিহাসে তিনিই প্রথম সবচেয়ে বেশি সময় সিংহাসনে থেকেছেন ৷
এখন রানির শবদেহ ওয়েস্টমিনস্টার অ্যাবের ওয়েস্টমিনস্টার হলে শায়িত ৷ ওয়েস্টমিনস্টার অ্যাবেতে তাঁকে শেষ বিদায় জানাবেন রাজপরিবারের সদস্যরা তথা পুরো দুনিয়া ৷ তাই রানিকে চিরবিদায় জানাতে তিন দিনের সফরে (three day visit to the UK) ব্রিটেনে গিয়েছেন রাষ্ট্রপতি মুর্মু ৷ এছাড়া রবিবার বিকেল নাগাদ নতুন রাজা তৃতীয় চার্লস (Buckingham Palace by King Charles III) বাকিংহ্যাম প্রাসাদে বিশ্বের নেতাদের জন্য একটি অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করেছেন ৷ তাতে উপস্থিত থাকার কথা রয়েছে ভারতের রাষ্ট্রপতির ৷ শেষকৃত্যে যোগ দেবেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনও ।
আরও পড়ুন: রানির শেষকৃত্যে অংশ নিতে তিনদিনের সফরে ব্রিটেন যাবেন রাষ্ট্রপতি