ওয়াশিংটন, 25 অক্টোবর: প্রযুক্তি ও উদ্ভাবনের জন্য হোয়াইট হাউসের জাতীয় পদক পেলেন ভারতীয়-আমেরিকান বিজ্ঞানী অশোক গাডগিল ৷ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসে একটি অনুষ্ঠানে অশোক গাডগিলের হাতে এই পুরস্কার তুলে দিয়েছেন ৷ সাধারণ মানুষের জীবনযাত্রার মান ভালো রাখা থেকে শুরু করে উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে এই বিশেষ সম্মান দিয়ে থাকে আমেরিকা।
মঙ্গলবার বাইডেন এই পদকের জন্য 12 জনের নাম ঘোষণা করেন ৷ তার মধ্যে একজন গাডগিল । ইউসি বার্কলে'র সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের এই বিশিষ্ট অধ্যাপক একাধিক গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে যুক্ত। সুরক্ষিত পানীয় জল পেতে দরকারি প্রযুক্তি গড়ে তোলা থেকে শুরু করে স্টোভ এবং সাশ্রয়ী দামে ভালো বৈদ্যুতিক আলো তৈরির কাজের সঙ্গে তিনি যুক্ত। এর পাশাপাশি, বিশ্বের উন্নয়নশীল কয়েকটি দেশের জটিল সমস্যাগুলির কম খরচে সমাধানের ব্যবস্থাও করেছেন তিনি।
তিনি শক্তিশালী উদ্ভাবনের উপর মনসংযোগ করেন। এতে একসঙ্গে অনেক মানুষের উপকার হয় ৷ তাঁর প্রকল্পগুলি 100 মিলিয়নেরও বেশি মানুষকে সাহায্য করেছেন। বায়ু দূষণের মোকাবিলাতেও বড় ভূমিকা পালন করেছেেন। হোয়াইট হাউস বলেছে, অশোক সারা বিশ্বের বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে জীবনধারনের নতুন পথ দেখিয়েছেন। তাঁর উদ্ভাবনী শক্তির জেরে পানীয় জলের সংকট কমে। জ্বালানীর চাহিদাও মেটানো যায়। তাঁর কাজ সমস্ত মানুষকে অনুপ্রাণিত করে ৷ তিনি তাঁর কাজের মাধ্যমে এই সময় দাঁড়িয়ে সমাজে সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয়গুলির সমাধান করেছেন।
অশোক গাডগিলের পুরস্কারটি সামগ্রিকভাবে 17তম জাতীয় পদক এবং দ্বিতীয় জাতীয় মেডেল অফ টেকনোলজি এবং ইনোভেশন, যা বার্কলে ল্যাব গবেষকরা পেয়েছেন ৷ গাডগিল বার্কলে ল্যাবকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, "পৃথিবীতে সকলে একরকমের সুযোগ-সুবিধা পায় না ৷ বিজ্ঞান এবং আমার সৃজনশীলতার সাহায্যে সমাজের প্রান্তিক মানুষের জীবন সহজ করার চেষ্টা করি। তাঁদের জীবনে সামান্য পার্থক্য ঘটানোটাও আমার কাছে বড় পাওয়া।"
আরও পড়ুন:মধ্যপ্রাচ্যের জন্য আরও ভালো ভবিষ্যৎ গড়ে তুলতে সচেষ্ট, ইজরায়েল থেকে ফিরে বললেন বাইডেন