নয়াদিল্লি, 31 মে: "যে ব্যক্তির ইতিহাসের জ্ঞান তাঁর পরিবারের মধ্য়েই সীমিত, তিনি ইতিহাস নিয়ে কথা বলছেন", টুইট করে প্রতিআক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী ৷ ব্রিটেনের পর আমেরিকার সানফ্রান্সিসকোয় বিজেপি সরকার তথা প্রধানমন্ত্রীর কড়া সমালোচনা করেন রাহুল ৷ তার উত্তরে টুইট করেন জোশী ৷
মঙ্গলবার সকালে সান ফ্রান্সিসকোয় 'মহব্বত কি দুকান' শীর্ষক একটি আলোচনা সভায় রাহুল বলেন, "একজন মানুষ যদি মনে করেন, তিনি সব জানেন, তাহলে দুনিয়াটা তাঁর কাছে খুব বড়ো আর জটিল হয়ে যায় ৷ এটা এক ধরনের রোগ ৷ আমাদের দেশে এরকম একদল মানুষ আছেন, যাঁরা নিজেদের সম্বন্ধে এটাই মনে করেন, যে তাঁরা সব জানেন ৷ এমনকী ভগবানের থেকেও বেশি ৷"
এরকম মানুষের কথা বলতে গিয়ে রাহুল উল্লেখ করেন, "আমাদের প্রধানমন্ত্রী তেমনই একজন ৷ যিনি মনে করেন তিনি সব জানেন ৷" এখানে তিনি প্রধানমন্ত্রী সম্পর্কে জানান, ঈশ্বরকেও সামনে বসিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্যাখ্যা করতে পারেন যে কী ভাবে এই জগতটা কাজ করছে ৷ আর ঈশ্বর হকচকিয়ে যাবেন যে আমি কী সৃষ্টি করেছি !
আরও পড়ুন: কর্ণাটকের পথে হেঁটে ক্যালিফোর্নিয়াতেও রাহুলের ‘ভালোবাসার দোকান’
প্রাক্তন সাংসদ রাহুল গান্ধির বক্তৃতার এই অংশটি নিয়ে উত্তর দিলেন কেন্দ্রের সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী ৷ তিনি রাহুলকে পালটা 'ভুয়ো গান্ধি' বলে উল্লেখ করেন ৷ টুইট করে কেন্দ্রীয় মন্ত্রী লেখেন, "না, মিস্টার ফেক গান্ধি ! ভারতের কেন্দ্রে রয়েছে তার সংস্কৃতি ৷ আপনার মতো নয়, যাঁরা বিদেশের মাটিতে দেশের বদনাম করেন ৷ ভারতীয়রা তাঁদের ইতিহাস নিয়ে গর্বিত ৷" মন্ত্রী রাহুলকে কটাক্ষ করে লেখেন, এটা খুব মজার বিষয় ৷ একজন যে কি না কিছুই জানে না, হঠাৎ সর্ববিদ্যা বিশারদ হয়ে উঠলেন ৷
রাহুল তাঁর বক্তৃতায় জানান, দেশের একদল মানুষ আছেন, যাঁরা মনে করেন তাঁরা সব জানেন ৷ তাঁরা বৈজ্ঞানিকদের বিজ্ঞান বোঝান ৷ ইতিহাসবিদদের কাছে ইতিহাসের ব্যাখ্যা দেন ৷ সেনাবাহিনীকে যুদ্ধ বোঝান, বায়ুসেনাবাহিনীকে কী ভাবে বিমান নিয়ে উড়তে হবে, তাও বোঝান ৷ আর এর কেন্দ্রে রয়েছে সংকীর্ণ মানসিকতা ৷ তাঁরা আসলে কিছুই বোঝেন না ৷ এ প্রসঙ্গে রাহুল বলেন, "আপনি যদি শুনতে রাজি না-থাকেন, তাহলে কিছু বুঝতে পারবেন না ৷ আমি এটা ভারত জোড়ো যাত্রা থেকে শিখেছি ৷"
প্রহ্লাদ জোশী রাহুলের এই বক্তব্যকে পালটা কটাক্ষ করে লেখেন, "একজনের ইতিহাসের জ্ঞান তাঁর পরিবারের বাইরে যায়নি ৷ তিনি কি না, ইতিহাস নিয়ে কথা বলছেন ৷ একজন যিনি আলু থেকে সোনা ফলানোর কথা বলেছিলেন, তিনি এখন বিজ্ঞান নিয়ে ভাষণ দিচ্ছেন ৷ একজন যিনি কখনও পরিবারের বিষয়ের বাইরে পা রাখেনি, তিনি এখন ভারতের উন্নয়নকে নেতৃত্ব দিচ্ছেন ৷"
আরও পড়ুন: বিলেতের পর আমেরিকা ! বিজেপি-আরএএসসকে ফের কড়া আক্রমণ রাহুলের