পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Typhoon in Philippines: শক্তিশালী টাইফুনে ফিলিপিন্সে মৃত্যু 5 উদ্ধারকর্মীর

শক্তিশালী টাইফুন আছড়ে পড়েছে ফিলিপিন্সে (Typhoon in Philippines) ৷ ঘটনায় মৃত্যু হয়েছে পাঁচজন উদ্ধারকারীর (5 rescuers died) ৷

By

Published : Sep 26, 2022, 11:57 AM IST

Powerful typhoon leaves 5 rescuers dead in north Philippines
Powerful typhoon leaves 5 rescuers dead in north Philippines

ম্যানিলা, 26 সেপ্টেম্বর: উত্তর ফিলিপিন্সে আছড়ে পড়েছে টাইফুন নোরু (Typhoon Noru) ৷ এর জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ৷ বন্যা পরিস্থিতিরও সৃষ্টি হয়েছে ৷ বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে ৷ রাজধানী ও তার আশেপাশের এলাকায় স্কুলের ক্লাস ও সরকারি সব কাজ স্থগিত রাখা হয়েছে । টাইফুনের প্রকোপে পড়ে মৃত্যু হয়েছে পাঁচজন উদ্ধারকারীর (Powerful typhoon leaves 5 rescuers dead in north Philippines) ৷

এ বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন এটি ৷ রবিবার রাতে আছড়ে পড়ে টাইফুনটি ৷ প্রথমে কুইজোন প্রদেশের বার্দিওস শহরের (Burdeos town in Quezon province) উপকূলে আছড়ে পড়ে ৷ এর জেরে লুজোন অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হয় ৷ যার ফলে কিছুটা দুর্বল হয়ে পড়ে টাইফুনটি ৷ সেখানকার হাজার হাজার মানুষকে দ্রুততার সঙ্গে অন্যত্র স্থানান্তরিত করা হয় ৷ কিছুটা জোর করে সরানো হয় তাদের বলে জানায় কর্মরত আধিকারিকরা ৷

ম্যানিলার উত্তরে বুলাকান প্রদেশের গভর্নর ড্যানিয়েল ফার্নান্দো (Governor Daniel Fernando) বলেন, "পাঁচজন উদ্ধারকারী মারা গিয়েছেন ৷ তাঁরা নৌকা নিয়ে বন্যার জলে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করতে গিয়েছিলেন ৷ উদ্ধারকারীদের নৌকাটি একটি ধসে পড়া দেওয়ালে গিয়ে ধাক্কা মারে ৷ তারপরে তাঁরা নৌকা সমেত জলে ডুবে যান ।"

ফার্নান্দো ডিজেডএমএম রেডিও নেটওয়ার্ককে বলেন, "উদ্ধারকারীরা নায়ক ছিলেন ৷ যারা এই বিপর্যয়ের মধ্যে আমাদের দেশবাসীর জীবন বাঁচাতে সাহায্য করছিলেন ।" উত্তর-পূর্ব কুইজন প্রদেশের পলিলো দ্বীপে একজন ব্যক্তি তাঁর বাড়ির ছাদ থেকে পড়ে আহত হয়েছেন ৷ শুধুমাত্র কুইজোনে বন্যা এবং ভূমিধসের থেকে বাঁচাতে 17 হাজারের বেশি লোককে জরুরি আশ্রয়কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে । রাতভর প্রচণ্ড হাওয়া এবং বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত হয়েছিল ম্যানিলা ৷ সেখানেও 3 হাজারেরও বেশি লোককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল ৷

আরও পড়ুন:বাংলাদেশের করতোয়া নদীতে ভয়াবহ নৌকাডুবি, মৃত 24

সকালের আকাশে রোদের মুখ দেখা গিয়েছে ৷ তা সত্ত্বেও সতর্কতা হিসেবে সোমবার রাজধানী ও আশেপাশের জায়গায় ক্লাস ও সরকারি কাজ স্থগিত করা হয়েছে । অরোরা এবং নুয়েভা ইসিজার উত্তরের প্রদেশগুলিতে টাইফুন আছড়ে পড়ে ৷ সোমবার এই জায়গাগুলিতে বিদ্যুৎ ছিল না ৷ মেরামতকারী কর্মীরা বিদ্যুৎ ফিরিয়ে আনার জন্য কাজ করছে বলে জানা গিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details