ম্যানিলা, 26 সেপ্টেম্বর: উত্তর ফিলিপিন্সে আছড়ে পড়েছে টাইফুন নোরু (Typhoon Noru) ৷ এর জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ৷ বন্যা পরিস্থিতিরও সৃষ্টি হয়েছে ৷ বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে ৷ রাজধানী ও তার আশেপাশের এলাকায় স্কুলের ক্লাস ও সরকারি সব কাজ স্থগিত রাখা হয়েছে । টাইফুনের প্রকোপে পড়ে মৃত্যু হয়েছে পাঁচজন উদ্ধারকারীর (Powerful typhoon leaves 5 rescuers dead in north Philippines) ৷
এ বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন এটি ৷ রবিবার রাতে আছড়ে পড়ে টাইফুনটি ৷ প্রথমে কুইজোন প্রদেশের বার্দিওস শহরের (Burdeos town in Quezon province) উপকূলে আছড়ে পড়ে ৷ এর জেরে লুজোন অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হয় ৷ যার ফলে কিছুটা দুর্বল হয়ে পড়ে টাইফুনটি ৷ সেখানকার হাজার হাজার মানুষকে দ্রুততার সঙ্গে অন্যত্র স্থানান্তরিত করা হয় ৷ কিছুটা জোর করে সরানো হয় তাদের বলে জানায় কর্মরত আধিকারিকরা ৷
ম্যানিলার উত্তরে বুলাকান প্রদেশের গভর্নর ড্যানিয়েল ফার্নান্দো (Governor Daniel Fernando) বলেন, "পাঁচজন উদ্ধারকারী মারা গিয়েছেন ৷ তাঁরা নৌকা নিয়ে বন্যার জলে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করতে গিয়েছিলেন ৷ উদ্ধারকারীদের নৌকাটি একটি ধসে পড়া দেওয়ালে গিয়ে ধাক্কা মারে ৷ তারপরে তাঁরা নৌকা সমেত জলে ডুবে যান ।"