ভ্য়াটিকানসিটি, 7 এপ্রিল:গুড ফ্রাইডের একদিন আগে কয়েদিদের পা ধুইয়ে দিলেন পোপ ফ্রান্সিস ৷ গুড ফ্রাইডে পবিত্র দিন ৷ আর তার আগের দিনকেই পোপ বেছে নিলেন ৷ রোমের এক জুভেনাইল সংশোধনাগারে প্রায় 12 জন কিশোরের পা ধুয়ে দিয়েছেন তিনি ৷ পাশাপাশি তাদের মর্যাদা অক্ষুন্ন রাখার আশ্বাসও দিয়েছেন তিনি ৷ সেই সঙ্গে তিনি তাদের জানান, "আমাদের মধ্যে যে কেউ" পাপ চক্রের মধ্যে জড়িয়ে পড়তে পারে।
রোমের উপকণ্ঠে ক্যাসল দেল মারমোতে পোপ ফ্রান্সিস প্রথম অপরাধীদের পা ধুইয়ে দেন ৷ সেই সঙ্গে তিনি দাবি করেন, ক্যাথলিক চার্চকে সমাজের প্রান্তে বসবাসকারী লোকদের কাছে পৌঁছে যাওয়া উচিত ৷ তাদের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া উচিত বলেও পোপ জানান। বৃহস্পতিবার, পোপ ফ্রান্সিস সংশোধনাগারের 10 জন যুবক এবং দুই মহিলা বাসিন্দাদের পা ধুইয়ে দেন ৷ ভ্য়াটিকানের তরফে জারি করা ভিডিওতে দেখা যাচ্ছে, পোপ বন্দিদের পায়ের কাছে হাঁটু গেড়ে বসে আছেন ৷ প্রত্য়েকের সামনে বসে ঝুঁকে পায়ে জল ঢেলে প্রথমে ধুইয়ে দেন ৷ এরপর চুম্বন করার আগে পা শোকানোর জন্য একটি সাদা তোয়ালে দিয়ে মুছিয়েও দেন ৷