হায়দরাবাদ (তেলঙ্গানা), 24 মে: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে হত্যার ছক কষার অভিযোগ উঠেছে ৷ এই ঘটনায় কান্দুলা সাই বর্ষিত নামে একজনকে গ্রেফতার করা হয়েছে ৷ বছর ঊনিশের ওই ব্যক্তি তেলুগু বংশোদ্ভূত ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস এজেন্টের সূত্র থেকে জানা গিয়েছে, গত ছ’মাস ধরে বর্ষিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে হত্যার পরিকল্পনা করছিলেন ৷ তাঁর ছক ছিল ট্রাক নিয়ে সরাসরি হোয়াইট হাউজে ঢুকে হামলা চালানো ৷ তাঁকে জেরার পর এই তথ্য সামনে আসে ৷
জানা গিয়েছে, আমেরিকার সময় অনুযায়ী, সোমবার রাত ১০টা নাগাদ এই ঘটনা ঘটে । সাই বর্ষিত সোমবার রাতে সেন্ট লুইস থেকে ওয়াশিংটনের ডুলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান । এর পরে তিনি ইউ-হল থেকে একটি ট্রাক ভাড়া করে সরাসরি হোয়াইট হাউসের বাইরের ফুটপাতে চলে যান । সেখানে তিনি হোয়াইট হাউসের উত্তর দিকে নিরাপত্তার জন্য তৈরি করা ব্যারিকেডে ধাক্কা মারেন ৷ সেখান থেকে বেরিয়ে আসতে গিয়ে আবার ধাক্কা মারেন উলটো দিকে ৷ এরপর ট্রাকটি উলটে আবার ধাক্কা মারে । এতে সতর্ক হয়ে নিরাপত্তা কর্মীরা সঙ্গে সঙ্গে তাঁকে আটক করেন ।
এর পরই সাই বর্ষিতকে ধরা হয় ৷ জিজ্ঞাসাবাদের সময় তিনি পুলিশকে জানান, তাঁর লক্ষ্য হোয়াইট হাউজ দখল করা ৷ তাই তিনি সেখানে ট্রাক নিয়ে ঢুকে পড়তে চেয়েছিলেন ৷ প্রয়োজনে তিনি বাইডেনকে বা অন্য কাউকে হত্যাও করতে প্রস্তুত ছিলেন ৷ এর জন্য তিনি গত ছ‘মাস ধরে পরিকল্পনা করছিলেন ৷ সাই বর্ষিতের কাছ থেকে একটি নাৎসি পতাকা বাজেয়াপ্ত করা হয়েছে । এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে অভিযুক্ত পুলিশকে জানান, তিনি এটি অনলাইনে কিনেছেন । কারণ, হিটলার একজন শক্তিশালী নেতা ছিলেন । নাৎসিদের একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে ।