নিউইর্য়ক,22 সেপ্টেম্বর:হরদীপ সিং নিজ্জারের হত্যার ঘটনায় আবারও ভারতকে নিশানা করলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। পাশাপাশি, স্থানীয় সময় বৃহস্পতিবার ভারতের মতো 'গুরুত্বপূর্ণ' হয়ে ওঠা দেশকে সঙ্গে নিয়েই তৈরি হওয়া সমস্যা সমাধানের বার্তাও দিলেন তিনি। জুন মাসে খালিস্তানি নেতা হারদীপকে কানাডায় তাঁর বাড়ির কাছে হত্যা করা হয়। সেই ঘটনায় ভারতের ভূমিকা আছে বলে মনে করে ট্রুডোর প্রশাসন।
শুধু মনে করাই নয়, সে দেশে কর্মরত এক শীর্ষ ভারতীয় কূটনীতিককে খুনে যুক্ত থাকার অভিযোগে বহিস্কার করা হয়। পালটা ভারতও কানাডার এক কূটনীতিককে বহিস্কার করে দেয়। কূটনৈতিক চাপ আরও বাড়ে কানাডার একটি সিদ্ধান্তকে ঘিরে। ট্রুডোর সরকার ভারতে আসা কানাডার নাগরিকদের জন্য কয়েকটি পরামর্শ দেয়। বলা হয়, ভারতে সুরক্ষিত থাকতে এই সমস্ত নিয়ম মেনে চলতে হবে। এরপর কানাডার নাগরিকদের ভিসা দেওয়াই বন্ধ করে দেয় ভারত। এমনই আবহে ঘুরপথে আবারও ভারতকেই হরদীপের হত্যার জন্য দায়ী করলেন ট্রুডো। সবমিলিয়ে পরিস্থিতি যা তাতে দু'দেশের মধ্যে তৈরি হওয়া চাপানউতোর যে এখনই শেষ হয়ে যাবে এমন ভাবার বিশেষ সুযোগ নেই বলেই মত কূটনৈতিক মহলের।
আরও পড়ুন:কানাডা এখন জঙ্গিদের নিরাপদ আশ্রয়, অভিযোগ বিদেশমন্ত্রকের