নয়াদিল্লি, 2 মার্চ: এটা গভীর আন্তর্জাতিক বিভাজনের সময়। একইসঙ্গে সংকটে বিশ্বের বহুপাক্ষিকতাও । জি-20 সভাপতিত্ব প্রসঙ্গে এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বৃহস্পতিবার নয়াদিল্লিতে জি-20 গ্রুপের (G20 countries) বিদেশ মন্ত্রীদের নিয়ে বৈঠক চলছে ৷ আজ তার দ্বিতীয় তথা শেষ দিন ৷ সেখানে নরেন্দ্র মোদির ভিডিয়ো মেসেজ শোনানো হয় ৷ তিনি বলেন, "ভারত জি-20 সভাপতিত্বে এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যতের (One earth, One family, One Future) থিম বেছে নিয়েছে ৷" প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের বিদেশমন্ত্রীদের জানান, নানাবিধ উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন ৷ কাজের ক্ষেত্রেও একতার বার্তা দিচ্ছে ভারত ৷ পাকিস্তান-শ্রীলঙ্কার নাম না করলেও দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল দেশগুলির ঋণের সঙ্গে লড়াইয়ের কথা উল্লেখ করেন তিনি ৷ মোদি বলেন, "বিশ্ব জি-20-র দিকে তাকিয়ে রয়েছে ৷ বৃদ্ধি, উন্নয়ন, অর্থনৈতিক স্থায়িত্ব, বিপর্যয় মোকাবিলা, অর্থনৈতিক স্থিরতা, অন্তর্দেশীয় অপরাধ, দুর্নীতি, জঙ্গি হামলা, খাদ্য ও শক্তির নিরাপত্তার চ্যালেঞ্জগুলিকে আরও সহজ করতে হবে ৷"
এ প্রসঙ্গে তিনি বলেন, "অনেক বছরের উন্নতির পরে এখন দীর্ঘস্থায়ী উন্নয়নের লক্ষ্যে আমরা একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছি ৷ বহু উন্নয়নশীল দেশ ঋণে জর্জরিত ৷ একই সঙ্গে তাদের নাগরিকদের জন্য খাদ্য ও শক্তির নিরাপত্তার দিকটিও নিশ্চিত করতে হচ্ছে ৷ ধনী দেশগুলির জন্যই বিশ্বে উষ্ণায়ন বাড়ছে। তার প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দক্ষিণ দুনিয়ার দেশগুলি ৷ তাই ভারত জি20 সভাপতিত্বে দক্ষিণ দুনিয়ার স্বর হয়ে ওঠার চেষ্টা করেছে ৷ উন্নত দেশগুলির এই সিদ্ধান্তের দ্বারা ক্ষতিগ্রস্ত দেশগুলির কথা শুনতে হবে৷ না হলে কোনও গ্রুপ আন্তর্জাতিক নেতৃত্বের দাবিদার হতে পারে না ৷"