জোহানেসবার্গ, 24 অগস্ট: চন্দ্রযান যখন চাঁদের মাটিতে, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রিকস গোষ্ঠীর সম্মেলনে ৷ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে তিনি ইসরোর সঙ্গে যোগাযোগ রাখেন। সফট ল্যান্ডিংয়ের সাক্ষী ছিলেন ভার্চুয়াল মাধ্যমে ৷ মুহূর্তের মধ্যে অবতরণের খবর ছড়িয়ে পড়ে বিশ্বে ৷ ব্রিকস সম্মেলনের নৈশভোজেই দুনিয়ার তাবড় রাষ্ট্রনায়করা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান ৷ তাঁদের মধ্যে ছিলেন প্রতিবেশী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সাইরিল রামাফোসা-সহ আরও অনেকে ৷ আগেই অভিনন্দন জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এর জন্য তাঁদের কৃতজ্ঞতা জানিয়েছেন ৷ তিনি আরব আমির শাহির প্রেসিডেন্ট শেখ মহামেদ বিন জায়েদ আল নাহায়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রতি ধন্যবাদে জানিয়ে বলেছেন, "এই মাইলফলক শুধুমাত্র ভারতের গর্ব নয় ৷ এটা মানুষের প্রচেষ্টা আর পরিশ্রমের ফসল ৷ বিজ্ঞান ও মহাকাশ নিয়ে আমাদের সবার এই চেষ্টা যেন সাফল্য পায় ৷ আগামিদিন সকলের ভবিষ্যত উজ্জ্বল হোক ৷"
এর আগে আরব আমির শাহির প্রেসিডেন্ট সামাজিক মাধ্যমে লিখেছিলেন, "ভারতের মহাকাশযান চন্দ্রযান-3 সফলভাবে চাঁদে অবতরণ করেছে ৷ যা বিজ্ঞান বিষয়ে সম্মিলিত উন্নতির উল্লেখযোগ্য একটি পদক্ষেপ ৷ মানুষের সেবায় এমন একটি ঐতিহাসিক ঘটনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতীয়দের আন্তরিক শুভেচ্ছা জানাই ৷"