পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

বন্ধুদের সঙ্গে দেখা করা সবসময়ই আনন্দের, জর্জিয়ার মেলোডি সেলফির উত্তর মোদির - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

PM Narendra Modi Reacts to Melodi Selfie: দুবাইয়ে কোপ28-এর মাঝে সেলফি তোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ৷ সেই সেলফিতে ‘মেলোডি’ হ্যাশট্যাগ দিয়ে তা সোশাল মিডিয়ায় পোস্ট করেন ইতালির প্রধানমন্ত্রী ৷ সেই পোস্টের উত্তরে মোদি লিখেছেন, বন্ধুদের সঙ্গে দেখা করা সবসময়ই আনন্দের ৷

PM Narendra Modi Reacts to Melodi Selfie
PM Narendra Modi Reacts to Melodi Selfie

By ANI

Published : Dec 2, 2023, 7:11 PM IST

নয়াদিল্লি, 2 ডিসেম্বর: ফের শিরোনামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ৷ শুক্রবার দুবাইয়ে 28তম কনফারেন্স অফ দ্য পার্টিস বা কোপ28-তে এই দুই রাষ্ট্রনেতা অংশগ্রহণ করেন ৷ যে সম্মেলনের মাঝে দু’জনে সেলফিও তোলেন ৷ সেই সেলফি সোশাল মিডিয়ায় পোস্ট করে জর্জিয়া মেলোনি লেখেন, ‘‘কোপ28-এ ভালো বন্ধুরা ৷’’ শনিবার মেলোনির পোস্টের উত্তর দিয়েছেন প্রধানমন্ত্রী মোদিও ৷ তিনি ওই পোস্টটি রিপোস্ট করে লিখেছেন, ‘‘বন্ধুদের সঙ্গে দেখা করা সবসময়ই আনন্দের বিষয় ।’’

ইতালির প্রধানমন্ত্রী যে পোস্টটি সোশাল মিডিয়ায় করেছিলেন, সেই পোস্টের সঙ্গে তিনি একটি হ্যাশট্যাগও ব্যবহার করেন ৷ সেই হ্যাশট্যাগ তিনি নিজের (মেলোনি) ও মোদির নামের সঙ্গে মিলিয়ে রেখেছিলেন ‘মেলোডি’ ৷ যা ইতিমধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ৷ ওই হ্যাশট্যাগ ব্যবহার করে একাধিক পোস্টও সোশাল মিডিয়ায় দেখা যাচ্ছে৷ যার বিষয়বস্তু জর্জিয়া মেলোনি ও নরেন্দ্র মোদির বন্ধুত্ব ৷

যদিও শুক্রবার দুবাইয়ে কোপ28-এর মাঝে এশিয়া ও ইউরোপের এই দু’টি গুরুত্বপূর্ণ দেশের দুই রাষ্ট্রনেতা শুধু সেলফিই তোলেননি ৷ তাঁরা ভারত ও ইতালির দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বৈঠকও করেন ৷ সেখানে প্রধানমন্ত্রী মোদি ভারত ও ইতালির সম্পর্কের মজুবত ভবিষ্যত নিয়ে আশা প্রকাশ করেন ৷ এই নিয়ে সোশাল মিডিয়ায় করা পোস্টও প্রধানমন্ত্রী ৷

তবে এই প্রথম নয়, চলতি বছরে একাধিকবার এই দুই রাষ্ট্রনেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে ৷ চলতি বছরের মার্চে ভারত সফরে এসেছিলেন ইতালির প্রধানমন্ত্রী ৷ তার পর সেপ্টেম্বরে জি20 সম্মেলনের সময়ও নয়াদিল্লিতে আসেন জর্জিয়া মেলোনি ৷ সেই সম্মেলনের মাঝেও মোদি ও মেলোনির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয় ৷

অন্যদিকে কোপ28 সম্মেলনের মাঝে সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহুয়ান, সুইডেনের প্রধানমবন্ত্রী উলফ ক্রিস্টেরশন, তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়িপ এরদোগান, বার্বাডোজের প্রধানমন্ত্রী মিয়া আমো মোট্টেলে, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাঁকড়, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক ও রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টেনিও গুতেরেসের সঙ্গেও দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

এবার কোপ28 শীর্ষ সম্মেলন বসেছে সংযুক্ত আরব আমিরশাহীতে ৷ নভেম্বরের 28 তারিখ থেকে শুরু হয়ে ওই সম্মেলন চলবে আগামী 12 ডিসেম্বর পর্যন্ত ৷ ওই সম্মেলনে মোদি জানিয়েছেন যে জলবায়ুর পরিবর্তনের প্রভাব পড়ছে গ্লোবাল সাউথে ৷ সেই কারণে ওই অঞ্চলে জলবায়ু অর্থায়ন ও প্রযুক্তির ব্যবহার জরুরি ৷ এই নিয়ে তৃতীয়বার জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কোনও সম্মেলনে অংশ নিলেন মোদি ৷ এর আগে 2015 সালে প্যারিসে ও 2021 সালে গ্লাসগো-তে ওয়ার্ল্ড ক্লাইমেট অ্যাকশন সামিটে তিনি অংশ নিয়েছিলেন ৷

সংবাদসংস্থা - এএনআই

আরও পড়ুন:

  1. মোদির সঙ্গে সেলফি পোস্ট মেলোনির ! জলবায়ু সম্মেলনের মঞ্চে দুই প্রধানমন্ত্রীর 'বন্ধুত্ব' নিয়ে জোর চর্চা সোশালে
  2. 2028 সালে রাষ্ট্রসংঘের জলবায়ু সম্মেলন ভারতে আয়োজনের প্রস্তাব দিলেন মোদি
  3. ভারতে কোভিড টিকাকরণে মোদির ভূমিকা প্রশংসিত ইউরোপে

ABOUT THE AUTHOR

...view details