নয়াদিল্লি, 2 ডিসেম্বর: ফের শিরোনামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ৷ শুক্রবার দুবাইয়ে 28তম কনফারেন্স অফ দ্য পার্টিস বা কোপ28-তে এই দুই রাষ্ট্রনেতা অংশগ্রহণ করেন ৷ যে সম্মেলনের মাঝে দু’জনে সেলফিও তোলেন ৷ সেই সেলফি সোশাল মিডিয়ায় পোস্ট করে জর্জিয়া মেলোনি লেখেন, ‘‘কোপ28-এ ভালো বন্ধুরা ৷’’ শনিবার মেলোনির পোস্টের উত্তর দিয়েছেন প্রধানমন্ত্রী মোদিও ৷ তিনি ওই পোস্টটি রিপোস্ট করে লিখেছেন, ‘‘বন্ধুদের সঙ্গে দেখা করা সবসময়ই আনন্দের বিষয় ।’’
ইতালির প্রধানমন্ত্রী যে পোস্টটি সোশাল মিডিয়ায় করেছিলেন, সেই পোস্টের সঙ্গে তিনি একটি হ্যাশট্যাগও ব্যবহার করেন ৷ সেই হ্যাশট্যাগ তিনি নিজের (মেলোনি) ও মোদির নামের সঙ্গে মিলিয়ে রেখেছিলেন ‘মেলোডি’ ৷ যা ইতিমধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ৷ ওই হ্যাশট্যাগ ব্যবহার করে একাধিক পোস্টও সোশাল মিডিয়ায় দেখা যাচ্ছে৷ যার বিষয়বস্তু জর্জিয়া মেলোনি ও নরেন্দ্র মোদির বন্ধুত্ব ৷
যদিও শুক্রবার দুবাইয়ে কোপ28-এর মাঝে এশিয়া ও ইউরোপের এই দু’টি গুরুত্বপূর্ণ দেশের দুই রাষ্ট্রনেতা শুধু সেলফিই তোলেননি ৷ তাঁরা ভারত ও ইতালির দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বৈঠকও করেন ৷ সেখানে প্রধানমন্ত্রী মোদি ভারত ও ইতালির সম্পর্কের মজুবত ভবিষ্যত নিয়ে আশা প্রকাশ করেন ৷ এই নিয়ে সোশাল মিডিয়ায় করা পোস্টও প্রধানমন্ত্রী ৷
তবে এই প্রথম নয়, চলতি বছরে একাধিকবার এই দুই রাষ্ট্রনেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে ৷ চলতি বছরের মার্চে ভারত সফরে এসেছিলেন ইতালির প্রধানমন্ত্রী ৷ তার পর সেপ্টেম্বরে জি20 সম্মেলনের সময়ও নয়াদিল্লিতে আসেন জর্জিয়া মেলোনি ৷ সেই সম্মেলনের মাঝেও মোদি ও মেলোনির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয় ৷