পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Modi meets Jinping: জি20 সম্মেলনের নৈশভোজে মুখোমুখি মোদি-জিংপিং - চিন

মঙ্গলবার ইন্দোনেশিয়ার বালিতে শুরু হয়েছে জি-20 সম্মেলন ৷ সেখানেই মুখোমুখি হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চিনের প্রেসিডেন্ট শি জিংপিং ৷

pm-narendra-modi-meets-chinese-president-xi-jinping-g20-dinner
Modi meets Jinping: জি20 সম্মেলনের নৈশভোজে মুখোমুখি মোদি-জিংপিং

By

Published : Nov 15, 2022, 8:23 PM IST

বালি (ইন্দোনেশিয়া), 15 নভেম্বর: চিনের প্রেসিডেন্ট শি জিংপিংয়ের (Chinese President Xi Jinping) কথা হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) ৷ মঙ্গলবার ইন্দোনেশিয়ার বালিতে এশিয়ার শক্তিধর দুই দেশের নেতা করমর্দন করেছেন একে অপরের সঙ্গে ৷

এদিনই বালিতে শুরু হয়েছে জি-20 সম্মেলন (G20 Summit) ৷ ওই সম্মেলন উপলক্ষে সেখানে হাজির হয়েছেন জি-20 গোষ্ঠীভুক্ত দেশের রাষ্ট্রপ্রধানেরা ৷ মোদি যেমন সেখানে হাজির রয়েছেন, তেমনই রয়েছেন জিংপিংও ৷

এদিন রাতে সম্মেলনে উপস্থিত অতিথিদের জন্য ডিনারের আয়োজন করেন ইন্দোনেশিয়ার (Indonesia) প্রেসিডেন্ট জোকো উইডোডোর ৷ সেই অনুষ্ঠানে মুখোমুখি সাক্ষাৎ হয় জিংপিং ও মোদির ৷ দু’জনকে করমর্দন করতেও দেখা যায় ৷ বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে কথা বলতেও দেখা যায় দু’জনকে ৷ তবে ওই দুই নেতার মধ্যে কী কথা হয়েছে, তা জানা যায়নি ৷

আরও পড়ুন:জি-20 সম্মেলনের মঞ্চে মুখোমুখি ঋষি-মোদি

প্রসঙ্গত, 2020 সালের এপ্রিল থেকে পূর্ব লাদাখের গালওয়ানে ভারত (India) ও চিনের (China) সেনার মধ্যে গোলমাল বেঁধেছিল ৷ তা একটা সময় রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত (Galwan Valley Clash) ৷ ওই লড়াইয়ে চিনের অনেক সেনা নিহত হয় ৷ ভারতেরও অনেক জওয়ান শহিদ হন ৷ তার পর থেকেই দুই দেশের মধ্যে চাপা উত্তেজনা রয়েছে ৷ ভারতের তরফে চিনের একাধিক অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ পাশাপাশি সীমান্তে চিনের সঙ্গে আলোচনা চালিয়ে সমস্যা মেটানোর চেষ্টা করা হয়েছে ৷

ওই পরিস্থিতি তৈরি হওয়ার পর থেকে মোদি ও জিংপিং কখনোই মুখোমুখি হননি ৷ তাই এবারের সম্মেলনে এই দুই রাষ্ট্রনেতা মুখোমুখি হলে ঠিক কী পরিস্থিতি তৈরি হয়, তা দেখার জন্য উদগ্রীব ছিলেন অনেকেই ৷ শেষ পর্যন্ত মোদি ও জিংপিং সমস্ত বৈরিতা সরিয়ে রেখে হাসিমুখে করমর্দন করতে দেখা গেল ৷

আরও পড়ুন:চিনের গণতন্ত্র চিনের মতো, বাইডেনকে বললেন জিংপিং

ABOUT THE AUTHOR

...view details