কোপেনহেগেন, 4 মে : ইউরোপ সফরের দ্বিতীয় দিনে ডেনমার্কে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মঙ্গলবার বিশ্বের দ্বিতীয় সুখীতম দেশের রানি দ্বিতীয় মার্গারেটা মোদিকে উষ্ণ অভ্যর্থনা জানালেন তাঁর ঐতিহাসিক অ্যামালিয়নবাও প্রাসাদে (PM Narendra Modi felicitates Queen of Denmark in Amalienborg Palace Copenhagen) ৷
এবছর ডেনমার্কের সিংহাসনে রানির 50 বছর পূর্ণ হচ্ছে ৷ এই বিশেষ পর্বে রানিকে সম্মান জানান প্রধানমন্ত্রী মোদি ৷ টুইট করে বিষয়টি জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি ৷ তিনি জানান, "ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গারেটা প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন ৷ ডেনমার্কে রানির 50 বছরের রাজত্ব পূর্ণ হল ৷ এই বিশেষ ঘটনায় রানিতে সম্মানিত করেন প্রধানমন্ত্রী মোদি ৷"
ডেনমার্কের রানির বয়স এখন 82 ৷ তিনি 1972 সালে দেশের সিংহাসনে আসীন হন ৷ ড্যানিশ রাজতন্ত্র পৃথিবীর অন্যতম প্রাচীন রাজতন্ত্র ৷ মঙ্গলবার রানির সঙ্গে ব্যক্তিগত ডিনার সারেন ভারতের প্রধানমন্ত্রী ৷ রাজপরিবারের অন্য সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেন মোদি ৷