পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Vladimir Putin Praises PM Modi: মোদির নেতৃত্বে ভারতের দেশীয় প্রযুক্তির প্রচার সঠিক সিদ্ধান্ত, মত পুতিনের - মেক ইন ইন্ডিয়া

Vladimir Putin Praises India's Policies to Promote Make in India: ভারতকে উদাহরণ হিসেবে তুলে ধরলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৷ তিনি জানালেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে বন্ধু দেশগুলির নীতিকে অনুসরণ করতে হবে ৷ আর ভারতই এর সবচেয়ে বড় উদাহরণ বলে মনে করেন তিনি ৷ এ প্রসঙ্গে 'মেক ইন ইন্ডিয়া' কর্মসূচির কথাও উল্লেখ করেন পুতিন ৷

Vladimir Putin Praises PM Modi ETV BHARAT
Vladimir Putin Praises PM Modi

By ETV Bharat Bangla Team

Published : Sep 13, 2023, 11:12 AM IST

ভ্লাদিভোস্তক, 13 সেপ্টেম্বর: ইস্টার্ন ইকনমিক ফোরামের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা শোনা গেল রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের মুখে ৷ ভারত যে দেশীয় প্রযুক্তিতে গাড়ি এবং তার যন্ত্রাংশ তৈরি করছে, তা একেবারে সঠিক বলে মনে করেন রাশিয়ার প্রেসিডেন্ট ৷ তাঁর মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদক্ষেপ সঠিক ৷ পাশাপাশি ভারত সরকারের 'মেক ইন ইন্ডিয়া' প্রকল্প প্রচারের সঠিক পন্থাও বটে ৷ মঙ্গলবার রাশিয়ার বন্দর শহর ভ্লাদিভোস্তকে অষ্টম ইস্টার্ন ইকনকিক ফোরামের ভাষণের একটি অংশে জার্মানির অটোমোবাইল সংস্থা মার্সেডিস-বেঞ্জ এবং অডির প্রসঙ্গ টানেন পুতিন ৷

রাশিয়ার প্রেসিডেন্টের মতে, দেশীয় প্রযুক্তিতে আঞ্চালিক সংস্থার তৈরি গাড়ি অবশ্যই ব্যবহার করা উচিত ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে তৈরি নীতির মাধ্যমে ভারত ইতিমধ্যে উদাহরণ তৈরি করেছে ৷ তাঁর কথায়, "আগে আমাদের আঞ্চলিকভাবে কোনও গাড়ি তৈরি হত না ৷ কিন্তু, এখন সেটা হয় ৷ আর এটা সত্যি যে, সেই গাড়িগুলি মার্সেডিস বা অডির থেকে দেখতে অনেক বেশি আকর্ষণীয় ৷ ওই গাড়িগুলি আমরা 90’র দশকে বিপুল পরিমাণে কিনতাম ৷ কিন্তু, সেটা কোনও সমস্যা নয় ৷"

দেশীয় প্রযুক্তিকে ব্যবহার করা এবং তার মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্তিশালী করার প্রশ্নে ভারতকে অনুসরণ করার কথা বলেন ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, "আমি মনে করি আমাদের বন্ধু দেশগুলিকে আরও বেশি করে অনুকরণ করা উচিত ৷ আর এর সবচেয়ে বড় উদাহরণ ভারত ৷ তারা উৎপাদনে জোর দিয়েছে এবং ভারতীয় প্রযুক্তিতে তৈরি গাড়ি ব্যবহার করছে ৷ আমি মনে করি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মেক ইন ইন্ডিয়া কর্মসূচির প্রচারে সঠিক কাজ করছেন ৷"

আরও পড়ুন:মার্কিন কৃষিপণ্যে শুল্ক কমানোয় ভারতের প্রশংসা বাইডেন প্রশাসনের

আর রাশিয়ান অর্থনীতিকে এবং গাড়ির বাজারকে চাঙ্গা করতে, সে দেশে তৈরি গাড়ির ব্যবহারে জোর দেন পুতিন ৷ তাঁর বক্তব্য, "আমাদেরও অটোমোবাইল সংস্থা রয়েছে ৷ আর আমাদের সেই গাড়িগুলি ব্যবহার করা উচিত ৷ এই পদক্ষেপ নিতে আমাদের ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সঙ্গে থাকা কোনও নীতির বিরোধিতা বা লঙ্ঘন করতে হবে না ৷"

(খবর সূত্র- সংবাদসংস্থা এএনআই)

ABOUT THE AUTHOR

...view details