বাস্তিল দিবস উদযাপনে সঁজে-লিজেতে প্রধান অতিথি প্রধানমন্ত্রী মোদি প্যারিস, 14 জুলাই: বাস্তিল দিবসের প্যারেড শুরু হয়েছে ৷ আজ ফ্রান্সের জাতীয় দিবস ৷ সঁজে-লিজে ময়দানে বাস্তিল দিবসের প্যারেড শুরু হয়েছে ৷ এই দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের প্রধান অতিথি ৷ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে দু'দিনের সফরে বৃহস্পতিবার তিনি সে দেশে গিয়েছেন ৷ এদিন স্থানীয় সময় সকাল 10টা নাগাদ জাতীয় দিবসের অনুষ্ঠান শুরু হয় ৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সঁজে-লিজে-তে এসেছেন ৷ তিনি সেখান থেকে বাস্তিল দিবসের অনুষ্ঠান দেখছেন ৷ তিনি আজ চিরাচরিত ভারতীয় পোশাক পরেছেন ৷ অফ-হোয়াইট কুর্তা, পাজামা আর নীল রঙের জ্যাকেটে সজ্জিত হয়েছেন প্রধানমন্ত্রী ৷ তাঁকে সঁজে-লিজেতে অভ্যর্থনা জানান ইমানুয়েল ম্যাক্রোঁর স্ত্রী তথা ফ্রান্সের ফার্স্ট লেডি ব্রিগিট ম্যাক্রোঁ ৷ প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সময়কালে এই প্রথম অন্য কোনও রাষ্ট্রের নেতা এই দিনে আমন্ত্রণ পেয়েছেন ৷
বাস্তিল দিবসের আগে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ একটি টুইট করে ভারত ও ফ্রান্সের সম্পর্কের কথা জানান ৷ তিনি প্রিয় নরেন্দ্র মোদির উদ্দেশ্যে লেখেন, ভারত আর ফ্রান্সের মধ্যে 25 সালের রাজনৈতিক সমঝোতার সম্পর্ক ৷ এই সম্পর্ক বিশ্বাসের এবং বন্ধুত্বের ৷ প্যারিসে আপনাকে হার্দিক স্বাগত জানাই ৷ উল্লেখ্য, গতকালই ফ্রান্সের দাসু এভিয়েশনের সঙ্গে যুদ্ধবিমান রাফাল কেনা নিয়ে ছাড়পত্র দিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক ৷ এই চুক্তি স্বাক্ষরিত হলে ভারত 26টি রাফাল বিমান এবং 3টি স্করপিন সাবমেরিন কিনবে ৷
আরও পড়ুন: ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
ফরাসি বিপ্লবের সূচনার প্রথম দিক ৷ একদিকে রাজা ষোড়শ লুই ও তাঁর স্ত্রীর বিলাসবহুল জীবন ৷ অন্যদিকে হাজার হাজার ক্ষুধার্ত মানুষ ৷ রাজার জীবনযাপন নিয়ে এবং সরকারের বিরুদ্ধে ক্রোধ বাড়ছিল ফরাসিবাসীর মনে ৷ 1789 সালে আজকের দিনে হাজার হাজার ক্ষুধার্ত, নিপীড়িত মানুষ বাস্তিল কারাগার ভেঙে ভিতরে ঢোকে ৷ মুক্ত করে সেখানে থাকা বন্দিদের ৷ পাশাপাশি বিশাল অস্ত্রাগার দখল করে ফরাসির বুভুক্ষু জনগণ ৷ ষষ্ঠ শতকে ফরাসির প্রাচীন শাসনের বিরুদ্ধে সেটাই সাধারণ মানুষের প্রথম জয় ৷