নয়াদিল্লি, 13 এপ্রিল: খালিস্তানপন্থী আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছিল লন্ডন ৷ মার্চের শেষে ভারতীয় দূতাবাসে দেশের পতাকা নামিয়ে হামলাকারীরা খালিস্তানি পতাকাও উড়িয়েছিল ৷ এই পরিস্থিতিতে বৃহস্পতিবার দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে ফোনে কথা হল ৷ ভারত-ব্রিটেন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা এফটিএ চুক্তি শেষ হওয়া নিয়ে দুই প্রধান সম্মত হয়েছেন বলে জানা গিয়েছে ৷ কিন্তু এর মধ্যে লন্ডনে ভারতীয় দূতাবাসে খালিস্তানপন্থী হামলাকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
তিনি টুইট করে লেখেন, "ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে কথা হয়েছে ৷ এতে আমি আনন্দিত ৷ তাঁকে বৈশাখীর শুভেচ্ছা জানিয়েছি ৷ ব্রিটেনে ভারতীয় সম্প্রদায়ের প্রতিও আমার শুভেচ্ছা রইল ৷ আমরা এফটিএ-সহ ভারত-ব্রিটেনে কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ নিয়ে আলোচনা করেছি ৷ দু'দেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হোক ৷" আরেকটি টুইটে প্রধানমন্ত্রী খালিস্তানপন্থী ও পলাতকদের নিয়ে বলেন, "আমরা ভারত-বিরোধী সংগঠনের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার বিষয়ে একমত ৷ ব্রিটেনে কর্মরত ভারতীয় কূটনীতিকদের নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করতে হবে ৷ ভারতে আর্থিক প্রতারণায় অভিযুক্তরা ব্রিটেনে রয়েছেন ৷ তাঁদের নিয়েও আলোচনা হয়েছে ৷"
গত মাসে ইন্ডিয়ান হাইকমিশনে খালিস্তানপন্থীরা হামলা চালায় ৷ এমনকী ভারতের জাতীয় পতাকাও নামিয়ে দেওয়া হয়েছিল ৷ ব্রিটিশ সরকার তাদের বিরুদ্ধে কী পদক্ষেপ করে তা জানার অপেক্ষায় ছিল ভারতে বিজেপি সরকার ৷ সুনাকের নেতৃত্বে ব্রিটেন সরকার এই হামলাকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ না করলে এফটিএ বা মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে কোনও সমঝোতা করা হবে না ৷ এমন হুমকিও নাকি দিয়েছে ভারত ৷ যদিও এই রিপোর্টটি দু'পক্ষই অস্বীকার করেছে ৷