সমরখন্দ (উজবেকিস্তান), 16 সেপ্টেম্বর: এখন যুদ্ধের সময় নয় (Modi Meets Putin)৷ উজবেকিস্তানের সমরখন্দে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (Shanghai Cooperation Organisation) বা এসসিও শীর্ষ সম্মেলনের (SCO Summit) ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে (Vladimir Putin) এ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)৷
ইউক্রেনে মস্কোর সামরিক অভিযানের পর এই প্রথম রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই বৈঠকে তিনি পুতিনকে বলেন, "আমি জানি, এখনকার সময় যুদ্ধের নয় ৷" ইউক্রেন নিয়ে রাশিয়ার বন্ধু রাষ্ট্র চিনের উদ্বেগকে পুতিন সমর্থন করার একদিন পরেই তাঁর উদ্দেশে এ কথা বললেন প্রধানমন্ত্রী মোদি ৷