ওয়াশিংটন, 24 জুন: এইচ ওয়ান বি ভিসা নিয়ে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওয়াশিংটনে প্রবাসী ভারতীয়দের সভায় তিনি জানান, এখন থেকে আমেরিকায় বসেই এই ভিসা পুনর্নবীকরণ করা যাবে। স্বভাবতই আমেরিকায় কর্মরত ভারতীয়দের স্বস্তি দেবে এই সংবাদ। এই ভিসা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা রকমের সমস্যায় পড়তে হচ্ছে এ দেশে কর্মরত ভারতীয়দের।
ওয়াশিংটনের রোনাল্ড রেগন ভবনের সভা থেকে প্রধানমন্ত্রী বলেন, "আমেদাবাদ এবং বেঙ্গালুরুতে নতুন দূতাবাস খুলবে আমেরিকা। তাছাড়া এখন থেকে এইচ ওয়ান বি ভিসা পুনর্নবীকরণ করতে আমেরিকার বাইরে যাওয়ার দরকার পড়বে না।" স্টেট ভিজিটে এসে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে দীর্ঘ আলাপচারিতা হয় মোদির। সেখানেই এই বিষয়টি নিয়ে কথা হয়েছে বলে সূত্রের খবর। মার্কিন প্রশাসনের তরফে বলা হয়েছে, এ দেশে কর্তব্যরত ভারতীয়দের জন্য এখানেই ভিসা পুনর্নবীকরণের ব্যবস্থা চালু হতে চলেছে।