পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Modi Meets Sheikh Hasina: রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে উষ্ণ অভর্থ্যনা মোদির

দীর্ঘ 3 বছর পর সোমবার ভারতে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ৷ আজ সাতসকালে রাষ্ট্রপতি ভবনে তাঁকে উষ্ণ অভর্থ্যনা জানান প্রধানমন্ত্রী মোদি (PM Modi receives Bangladesh PM Sheikh Hasina) ৷

ETV Bharat
ETV Bharat

By

Published : Sep 6, 2022, 10:50 AM IST

নয়াদিল্লি, 6 সেপ্টেম্বর: ভারতে 4 দিনের সফরে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ আজ সকালে তাঁকে অভ্যর্থনা জানাতে রাষ্ট্রপতি ভবনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর সঙ্গে ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও (PM Modi receives Bangladesh PM Sheikh Hasina at Rashtrapati Bhavan New Delhi) ৷

বাংলাদেশের প্রধানমন্ত্রী (Bangladesh PM Sheikh Hasina) শেখ হাসিনাকে রাইসিনা হিলসে গার্ড অফ অনার দেওয়া হয় । তিনি বলেন, "ভারত আমাদের বন্ধু দেশ ৷ আমি যখনই এখানে আসি না কেন, সেটা আমার জন্য আনন্দের ৷ বিশেষত আমাদের স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান আমরা সব সময় মনে রাখি ৷ আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং আমরা একে অপরের সাহায্য করে চলি ৷"

আরও পড়ুন: ভারত চাইলে অনেক কিছু করতে পারে, রোহিঙ্গা ইস্যুতে মন্তব্য হাসিনার

হাসিনা জানাম বাংলাদেশের প্রধান লক্ষ্য মানুষের জীবনে যুক্তরাষ্ট্রীর পরিকাঠামোকে উন্নত করা, দ্রারিদ্র্য দূরীকরণ এবং অর্থনৈতিক উন্নয়ন ৷ তাঁর আশা, "আমার মনে হয়, আমরা দু'টি দেশ একসঙ্গে কাজ করলে শুধু ভারত ও বাংলাদেশেরই নয়, দক্ষিণ এশিয় দেশগুলিতে মানুষ আরও ভালো ভাবে বাঁচতে পারবে ৷ সেটাই আমাদের মূল উদ্দেশ্য ৷" তাঁর বিশ্বাস, বন্ধুত্বের মাধ্যমে সব সমস্যার সমাধান হয় ৷

সোমবার প্রথম দিনে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন ৷ আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের (bilateral meeting with Prime Minister Narendra Modi) কথা রয়েছে ৷

2021-এ দু'দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের 50 বছর পূর্ণ হয় ৷ তারপর এই প্রথম ভারতে পা রাখলেন মুজিব-কন্যা হাসিনা ৷ গত বছর বাংলাদেশের স্বাধীনতার 50 তম বছর ছিল ৷ পাশাপাশি বঙ্গবন্ধু ও রাষ্ট্রনায়ক মুজিবুর রহমানের 100তম জন্ম বার্ষিকীও ছিল ৷ মোদি বাংলাদেশ সফরে গিয়েছিলেন ৷ দিল্লি ও ঢাকা-সহ বিশ্বের 20টি রাজধানীতে মৈত্রী দিবস উদযাপিত (Maitri Diwas celebrations) হয়েছে ৷ 2015 থেকে দুই দেশের প্রধানমন্ত্রী একে অপরের সঙ্গে 15 বার দেখা করেছেন ৷

ABOUT THE AUTHOR

...view details