কেভারিয়া, 20 অক্টোবর: আজ 'মিশন লাইফ'-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই বিশেষ মুহূর্তে তাঁর সঙ্গে ছিলেন রাষ্ট্রসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস ৷ তিন দিনের সফরে বুধবার তিনি ভারতে এসেছেন ৷ আজ গুতেরেস গুজরাতে যান ৷ প্রধানমন্ত্রীও দু'দিনের সফরে গুজরাতে গিয়েছেন ৷
মিশন লাইফের উদ্বোধনের পর বিদেশ মন্ত্রকের মুখপাত্র এ নিয়ে একটি টুইট করেন । তাতে লেখা ছিল "প্রধানমন্ত্রী মোদি রাষ্ট্রসংঘের মহাসচিব কেভারিয়ায় আন্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেন ৷ পরিবেশের জন্য লাইফস্টাইল, জীবন সকলের জন্য ! আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেভারিয়ার স্ট্যাচু অফ ইউনিটিতে মিশন লাইফ (Mission LiFE) চালু করেন ৷ তাঁর সঙ্গে যোগ দেন আন্তোনিও গুতেরেস ৷ "