পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Modi in Japan : এদেশে 'জাপান উইক' পালনের প্রস্তাব, সূর্যোদয়ের দেশকে বড় আহ্বান মোদির - PM Modi invites Japanese companies for better participation in India

ভরা হাটে ভারতের বাজারে আগামিদিনে আরও বেশি করে লগ্নির ডাক দেন নরেন্দ্র মোদি ৷ ভারতের প্রগতিতে জাপানের সহযোগিতা উদযাপন করতে এদেশে 'জাপান উইক' পালন করার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী (PM Modi invites Japanese companies for better participation in India) ৷

Modi in Japan
সূর্যোদয়ের দেশকে বড় আহ্বান মোদির

By

Published : May 23, 2022, 9:22 PM IST

টোকিয়ো, 23 মে : মাত্র 40 ঘণ্টার সফরে কুড়িটিরও বেশি কর্মসূচি নিয়ে সোমবার জাপান উড়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পূর্ব পরিকল্পনা মত সূর্যোদয়ের দেশে পৌঁছনোর কয়েকঘণ্টার মধ্যে সেদেশের তাবড় শিল্পপতিদের নিয়ে গোলটেবিল বৈঠক সারলেন নমো ৷ মার্চেই এদেশে এসেছিলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদা ৷ আগামী পাঁচ বছরে ভারতে 3 লক্ষ 20 হাজার কোটি টাকা বিনিয়োগের কথা ঘোষণা করেছিলেন তিনি ৷ জাপানের প্রধানমন্ত্রীর ঘোষণার অংশ হিসেবেই সেদেশের 34টি সংস্থার উচ্চপদাধিকারীরা এদিন মিলিত হন নরেন্দ্র মোদির সঙ্গে ৷

অটোমোবাইল, ইলেকট্রনিক্স-সহ স্টিল, টেকনোলজি, ট্রেডিং, ব্যাঙ্কিং বিভিন্ন সেক্টরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এদিনের বৈঠকে ৷ সুযোগের অপচয় করেননি প্রধানমন্ত্রী ৷ ভরা হাটে ভারতের বাজারে আগামিদিনে আরও বেশি করে লগ্নির ডাক দেন নরেন্দ্র মোদি ৷ এখানেই শেষ নয় ৷ ভারতের প্রগতিতে এযাবৎ জাপানের সহযোগিতা উদযাপন করতে এদেশে 'জাপান উইক' পালন করার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী (PM Modi invites Japanese companies for better participation in India) ৷

হন্ডা মোটরস, নিশান মোটরস, টয়োটা মোটরস, ইয়ামাহা মোটরস, সুজুকি মোটরসের শীর্ষ আধিকারিকরাও এদিন শরিক হয়েছিলেন এদিনের শিল্প বৈঠকে ৷ তাঁদের সামনেই ভারত-জাপান অর্থনৈতিক চুক্তি সম্পর্কিত সাম্প্রতিক উন্নয়ণের কথা তুলে ধরেন ভারতের প্রধানমন্ত্রী ৷ কোয়াড সম্মেলনে যোগ দিতে দু'দিনের জাপান সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

আরও পড়ুন : বাইডেন-সহ তিন প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক মোদির, উঠতে পারে চিনের প্রসঙ্গও

সোমবার সকালে টোকিয়োতে পা রাখেন প্রধানমন্ত্রী ৷ তাঁকে পেয়ে উচ্ছ্বসিত সেদেশের প্রবাসী ভারতীয়রা ৷ মুখে জয় শ্রী রাম ধ্বনি, হাতে প্ল্যাকার্ড ৷ বিশ্বের অন্যতম বন্দিত নেতাকে স্বাগত জানাতে সাজো সাজো রব উঠেছিল দ্বীপরাষ্ট্রে ৷ প্রধানমন্ত্রিত্বের চেয়ারে বসার পর গত 8 বছরে এই নিয়ে পঞ্চমবার জাপান সফরে গেলেন মোদি ৷

ABOUT THE AUTHOR

...view details