পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

International Yoga Day 2023: আন্তর্জাতিক যোগ দিবসে নিউইয়র্ক থেকে বিশেষ বার্তা মোদির - ওসেন রিং অফ যোগা

আজ 21 জুন ৷ আন্তর্জাতিক যোগ দিবস ৷ হোয়াইট হাউজের নিমন্ত্রণে নিউ ইয়র্কে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখান থেকে তিনি যোগ দিবসে তাঁর কথা জানালেন ৷

ETV Bharat
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

By

Published : Jun 21, 2023, 8:27 AM IST

Updated : Jun 21, 2023, 9:13 AM IST

নিউইয়র্ক, 21 জুন: আজ আন্তর্জাতিক যোগ দিবস ৷ আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে নিউইয়র্কে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখান থেকেই যোগ দিবসের বার্তা দিলেন তিনি ৷ এবছর আন্তর্জাতিক যোগ দিবসের তাৎপর্য 'ওসেন রিং অফ যোগা' ৷ মোদি জানান, 'যোগের বিচার' এবং 'সমুদ্রের বিস্তার'- এই দুইয়ের মধ্যে পারস্পরিক সম্পর্কই যোগার ওসেন রিং ৷

তিনি জানান, যোগা মানে যা ঐক্যবদ্ধ করে ৷ ভারতীয় মুনি-ঋষিরা এভাবেই যোগার সংজ্ঞা বলে গিয়েছেন ৷ তাই এই যোগার মাধ্যমে গোটা বিশ্বকে একটি পরিবারের অন্তর্ভুক্ত করা হয়েছে ৷ ভারতীয় নৌবাহিনী একটি বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক যোগা দিবসের এই বিশেষ থিম নিয়ে নৌবাহিনীর কর্মীরা জাতীয় এবং আন্তর্জাতিক জলভাগে বিশাল পথ অতিক্রম করেছে ৷ 19টি জাহাজে প্রায় 3 হাজার 500 জন নৌসেনা কর্মী 35 হাজার কিলোমিটারেরও বেশি রাস্তা পাড়ি দিয়েছেন ৷

নিউইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী 21 জুন রাষ্ট্রসংঘের সদর কার্যালয়ে মোদির নেতৃত্বে যোগ দিবসের অনুষ্ঠানে হবে ৷ তিনি বলেন, "আমরা সবসময় নতুন নতুন ধারণাকে স্বাগত জানিয়েছি ৷ তাদের রক্ষা করেছি ৷ আমরা বৈচিত্র্যকে সমৃদ্ধ করেছি, তাদের উদযাপন করেছি ৷"

আরও পড়ুন: রাহুলের বিদেশ সফর রহস্যে ঘেরা বলে অভিযোগ অমিত মালব্যর

2014 সালের 11 ডিসেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আন্তর্জাতিক যোগ দিবসের প্রস্তাব গৃহীত হয় ৷ তাতে 21 জুন দিনটি আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা করা হয় ৷ এবার নবম আন্তর্জাতিক যোগ দিবসের থিম 'বসুধৈব কুটুম্বকম' অর্থাৎ পুরো বিশ্ব একটাই পরিবার ৷ নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সদর কার্যালয়ের নর্থ লনে মোদির নেতৃত্বে বিশেষ যোগ অনুষ্ঠান হবে ৷

Last Updated : Jun 21, 2023, 9:13 AM IST

ABOUT THE AUTHOR

...view details