নিউইয়র্ক, 21 জুন: আজ আন্তর্জাতিক যোগ দিবস ৷ আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে নিউইয়র্কে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখান থেকেই যোগ দিবসের বার্তা দিলেন তিনি ৷ এবছর আন্তর্জাতিক যোগ দিবসের তাৎপর্য 'ওসেন রিং অফ যোগা' ৷ মোদি জানান, 'যোগের বিচার' এবং 'সমুদ্রের বিস্তার'- এই দুইয়ের মধ্যে পারস্পরিক সম্পর্কই যোগার ওসেন রিং ৷
তিনি জানান, যোগা মানে যা ঐক্যবদ্ধ করে ৷ ভারতীয় মুনি-ঋষিরা এভাবেই যোগার সংজ্ঞা বলে গিয়েছেন ৷ তাই এই যোগার মাধ্যমে গোটা বিশ্বকে একটি পরিবারের অন্তর্ভুক্ত করা হয়েছে ৷ ভারতীয় নৌবাহিনী একটি বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক যোগা দিবসের এই বিশেষ থিম নিয়ে নৌবাহিনীর কর্মীরা জাতীয় এবং আন্তর্জাতিক জলভাগে বিশাল পথ অতিক্রম করেছে ৷ 19টি জাহাজে প্রায় 3 হাজার 500 জন নৌসেনা কর্মী 35 হাজার কিলোমিটারেরও বেশি রাস্তা পাড়ি দিয়েছেন ৷