জাকার্তা, 7 সেপ্টেম্বর: এশিয়ান-ভারত ও পূর্ব এশিয়ার শীর্ষ সম্মেলনে যোগ দিতে স্থানীয় সময় আজ সকালে ইন্দোনেশিয়া পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে তিনি বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে ভারতের পারস্পরিক সম্পর্কের ভবিষ্যত রূপ নিয়ে আলোচনা করবেন ৷ আজ সকালে প্রধানমন্ত্রী পৌঁছতেই 'বন্দেমাতরম' ও 'মোদি মোদি' স্লোগানের মাধ্যমে তাঁকে স্বাগত জানান প্রবাসী ভারতীয়রা। তাঁকে স্বাগত জানাতে আগে থেকেই জাকার্তার রিটজ কার্লটন হোটেলে উপস্থিত হয়েছিলেন প্রবাসীরা ৷ উপস্থিত সকলকে অভিবাদন জানান মোদি ৷
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর জাকার্তায় পৌঁছনোর খবরটি সোশাল মিডিয়া টুইটারে পোস্ট করে জানান বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি। দিল্লি থেকে জাকার্তা যাওয়ার আগে প্রধানমন্ত্রী জানান, এশিয়ানের সঙ্গে যুক্ত হওয়া ভারতের 'অ্যাক্ট ইস্ট' নীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ ৷
আরও পড়ুন : করোনা হয়নি, জি-20 শীর্ষ সম্মেলনে ভারতে আসছেন বাইডেন