নয়াদিল্লি ও প্যারিস, 14 জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দু'দিনের সফরে ফ্রান্সে গিয়েছেন ৷ এদিকে বন্যায় বিপর্যস্ত নয়াদিল্লি ৷ যমুনার জলস্তরে বেড়ে প্রায় ডুবে গিয়েছে দিল্লি ৷ জল ছুঁয়েছে লালকেল্লার দেওয়াল ৷ তাই প্যারিসে শত ব্যস্ততার মধ্যেও তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করে দিল্লির বন্যা পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন ৷ প্রধানমন্ত্রী দিল্লির লেফটেন্যান্ট জেনারেল এলজি সাক্সেনাকেও ফোন করেছেন ৷ উল্লেখ্য, বিপজ্জনক সীমার উপর দিয়ে বইছে যমুনা নদী ৷ আর তাতেই এই বিপত্তি ৷
জানা গিয়েছে, ফোনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রীকে দিল্লির পরিস্থিতি বিশদে জানান ৷ তিনি আশ্বস্ত করেন যে, আগামী 24 ঘণ্টায় যমুনার জলস্তর কমবে বলেই আশা করা হচ্ছে ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর অফিস থেকে একটি টুইট করে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে দিল্লির বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলেছেন ৷ অমিত শাহ তাঁকে জানিয়েছেন, আগামী 24 ঘণ্টায় যমুনার জলস্তর কমবে যেতে পারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দিল্লির উপ-রাজ্যপালের সঙ্গে একযোগে বিষয়টির দিকে নজর রাখছে ৷ প্রয়োজনে প্লাবিত এলাকাগুলি থেকে মানুষদের উদ্ধার এবং ত্রাণ কার্যে যথেষ্ট সংখ্যক জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফ মোতায়েন করা হয়েছে ৷