ইসলামাবাদ, 8 এপ্রিল :স্পিকারের অনাস্থা প্রস্তাবের ভোটাভুটি খারিজ, প্রেসিডেন্টের সংসদ ভেঙে দেওয়া সবই বিফলে গিয়েছে ৷ দেশের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্ব গঠিত পাঁচ সদস্যের বেঞ্চ জানিয়ে দিয়েছে (Umar Ata Bandial) এই সব পদক্ষেপ অসাংবিধানিক ৷ তাই 9 এপ্রিল, অর্থাৎ শনিবার ইমরান খান-সরকারের বিরুদ্ধে ফের অনাস্থা ভোট হবে ৷ এই ধাক্কা সত্ত্বেও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (pakistan tehreek-e-insaf) সরকারের প্রধান হার মানতে রাজি নন ৷ গদি বাঁচাতে 'শেষ বল পর্যন্ত লড়াই চালাবেন', টুইট করে জানিয়েছেন ইমরান খান নিয়াজ়ি (PM Imran Khan to address nation on Friday vows to fight till the last ball) ৷
বৃহস্পতিবার সন্ধেয় পাকিস্তান সুপ্রিম কোর্ট রায় দিয়ে পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিকে ছন্দে ফেরানোর কথা ঘোষণা করে ৷ যা ইমরান খানের পরামর্শে ভেঙে দিয়েছিলেন প্রেসিডেন্ট আরিফ আলভি (President Arif Alvi) ৷ এরপরে 69 বছরের ক্রিকেটার টার্নড রাজনীতিক ইমরান খান একটি টুইট করে জানান, "আমি কাল (শুক্রবার) মন্ত্রিসভার বৈঠক ডেকেছি ৷ একইসঙ্গে সংসদীয় দলের বৈঠকও ৷ আগামীকাল (শুক্রবার) সন্ধে আমি জাতির উদ্দেশে ভাষণ দেব ৷ দেশের প্রতি আমার বার্তা, পাকিস্তানের জন্য আমি লড়াই চালিয়ে গিয়েছি এবং চালিয়ে যাব, শেষ বলটা পর্যন্ত ৷"
সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সরকারের আইনি পরামর্শদাতাদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী ইমরান ৷ দেশের সুপ্রিম কোর্ট যে সিদ্ধান্তই নিক, তা মেনে নেবেন তিনি ৷ বৈঠকে উপস্থিত সদস্যদের তিনি বলেন, "সুপ্রিম কোর্ট যে ঘোষণাই করুক, আমরা তা গ্রহণ করব ৷ পিটিআই নির্বাচনের জন্য তৈরি এবং আমরা কোনও বিদেশি ষড়যন্ত্রকে সফল হতে দেব না ৷"