টুপেলো, 3 সেপ্টেম্বর: ওয়ালমার্ট স্টোরে (Walmart Store) গিয়ে ইচ্ছাকৃতভাবে আছড়ে ফেলতে হবে বিমানকে ৷ এমনই হুমকি পেয়ে স্বভাবতই কিংকর্তব্যবিমূঢ় পাইলট আতঙ্কে বিমান নিয়ে চক্কর কাটলেন মিসিসিপির আকাশে (Plane circling Mississippi city threatens to crash into Walmart) ৷ তাজ্জব করে দেওয়ার মতো ঘটনা শোরগোল ফেলে দিয়েছে ইন্টারনেটে ৷ টুপেলো পুলিশ (Tupelo Police) ফেসবুক পোস্টের মাধ্যমে গোটা বিষয়টি সম্পর্কে অবগত করেছে ৷
টুপেলো পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, ছোট বিমানের (9 আসন বিশিষ্ট) পাইলটকে হুমকি দিয়ে বলা হয়, শহরের একটি ওয়ালমার্ট স্টোরে আছড়ে ফেলতে হবে বিমানটিকে ৷ খবর পেয়ে সেই ওয়ালমার্ট স্টোরটি থেকে সবকিছু খালি করে দেওয়া হয় ৷ ভোর পাঁচটা থেকে প্রায় তিন ঘণ্টারও বেশি সময় ধরে মাঝ আকাশে টুপেলোর এয়ারস্পেসে চক্কর খায় বিমানটি ৷ পুলিশ জানিয়েছে, বিমানের পাইলটের সঙ্গে তারা সরাসরি যোগাযোগ স্থাপনে সক্ষম হয় ৷