পশ্চিমবঙ্গ

west bengal

Indian Nationals in Israel: মিশরে পৌঁছলেন ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধে আটকে পড়া 27 ভারতীয়

By ETV Bharat Bangla Team

Published : Oct 8, 2023, 10:07 PM IST

মেঘালয়ের 27 জন নাগরিক জেরুজালেমে পবিত্র তীর্থযাত্রার জন্য ভ্রমণে গিয়েছিলেন ৷ যুদ্ধ পরিস্থিতিতে বেথলেহেমে আটকা পড়েছিলেন প্রত্যেকে । ভারতীয় দূতাবাস প্রত্যেককে দেশে ফেরানোর জন্য ব্যবস্থা নিতে শুরু করেছে ।

Etv Bharat
Etv Bharat

নয়াদিল্লি, 8 অক্টোবর:নির্বিঘ্নে মিশরে পৌঁছলেন ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধে আটকে পড়া 27 ভারতীয় ৷ এদিন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা এক্স হ্যান্ডেলে লিখেছেন, "আমাদের ভারতীয় বিদেশমন্ত্রকে নিরলস প্রচেষ্টায় মেঘালয় থেকে আমাদের 27 জন নাগরিক, যারা ইজরায়েল এবং প্যালেস্তাইনে যুদ্ধের ফলে আটকে পড়েছিল, তাঁরা নিরাপদে সীমান্ত অতিক্রম করে মিশরে পৌঁছেছে ৷’’

সাংমা আগে জানিয়েছিলেন, মেঘালয়ের 27 জন নাগরিক জেরুজালেমে পবিত্র তীর্থযাত্রার জন্য ভ্রমণে গিয়েছিলেন ৷ যুদ্ধ পরিস্থিতিতে বেথলেহেমে আটকা পড়েছিলেন প্রত্যেকে । যদিও উত্তেজনা বাড়লেও এখনও কোনও ভারতীয়র সঙ্গে অপ্রীতিকর ঘটনা ঘটেনি ৷ তেল আভিভের ভারতীয় দূতাবাস ক্রমাগত ওই দেশে বসবাসকারী ভারতীয়দের সুরক্ষা দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ৷

ভারতীয় দূতাবাস প্রত্যেককে দেশে ফেরানোর জন্য ব্যবস্থা নিতে শুরু করেছে । এই মুহূর্তে এদেশের প্রচুর পর্যটক ভ্রমণ করছেন । এছাড়াও কিছু ব্যবসায়ী ইজরায়েল সফর করছেন ৷ তেল আভিভের ভারতীয় প্রতিনিধি অফিস শনিবার ভারতীয় নাগরিকদের সতর্ক থাকতে এবং জরুরি পরিস্থিতিতে সরাসরি অফিসের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দিয়েছে ।

দূতাবাস সূত্রগুলি পিটিআইকে জানিয়েছে, তারা সমস্ত ভারতীয় নাগরিকদের জন্য 24 ঘণ্টা ধরে সক্রিয়ভাবে কাজ করছে । ইজরায়েলে বসবাসকারী ভারতীয়দের বড় অংশ পরিচর্যাকারী হিসাবে কাজ করে ৷ একইসঙ্গে প্রায় এক হাজার ছাত্র, বেশ কিছু আইটি কর্মী এবং হীরে ব্যবসায়ী রয়েছেন ।

হিব্রু ইউনিভার্সিটির ছাত্র বিন্দু পিটিআইকে বলেন, ‘‘ভারতীয় ছাত্ররা একে অপরের সঙ্গে যোগাযোগ করছেন ৷’’ বিশ্ববিদ্যালয়ের রাম ক্যাম্পাসের পোস্ট-ডক্টরাল ফেলো বিকাশ শর্মা বলেন, "ইজরায়েলে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে ৷ তবে সমস্ত ভারতীয় শিক্ষার্থী নিরাপদে রয়েছে ৷ বেশিরভাগ শিক্ষার্থীই ছাত্রাবাসে এবং আবাসনে রয়েছে ৷ আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে একে অপরের সঙ্গে এবং ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করছি ।’’ এলে প্রসাদ, আশকেলনের বাসিন্দা ৷ এই আশকেলনেই সর্বাধিক সংখ্যক রকেট পড়েছিল ৷ তিনি বলেন, "খুব সতর্ক থাকতে হবে যাতে সাইরেন বাজানোর পরে যত তাড়াতাড়ি সম্ভব আশ্রয় কেন্দ্রে পৌঁছনো যায় ।’’

শনিবার প্যালেস্তাইনের জঙ্গি গোষ্ঠী হামাস গাজা থেকে ইজরায়েলকে লক্ষ্য করে মিনিট কুড়ির মধ্যে 5 হাজার রকেট ছোড়ে! এরপরই জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করে ইজরায়েল সরকার । হামাস গোষ্ঠী এই হামলার নাম দিয়েছে 'অপারেশন আল-আকসা ফ্লাড'। শনিবারের হামলায় এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে অন্তপক্ষে 600 জনের ৷ হামাসের হামলায় এই সংখ্যা আরও বাড়তে বলে আশা করা হচ্ছে ৷ এর পাশাপাশি 1 হাজার 590 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন ৷ ইজরায়েলের পালটা আক্রমণে যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এ নিয়ে মুখ খুলেছে ভারত, আমেরিকার মতো দেশও।

দূতাবাস এক বিবৃতিতে বলেছে, ‘‘ইজরায়েলের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, সে দেশের সমস্ত ভারতীয় নাগরিকদের দূতাবাসের পরামর্শ অনুযায়ী সতর্ক থাকার এবং সুরক্ষা প্রোটোকল পালন করার জন্য অনুরোধ করা হচ্ছে ।’’ পাশাপাশি সতর্কতা অবলম্বন, অপ্রয়োজনীয় চলাচল এড়িয়ে চলা এবং নিরাপত্তা আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকার পরামর্শ দেওয়া হয়েছে ৷ ইংরেজি, হিন্দি, মারাঠি, তামিল, তেলুগু, মালয়ালম এবং কন্নড় ভাষায় বিবৃতি জারি করা হয়েছিল ।

আরও পড়ুন: প্যালেস্তাইন-ইজরায়েল বিবাদের ঘুঁটি সাজাচ্ছে রাজনৈতিক ও আর্থ-সামাজিক অঙ্ক

ABOUT THE AUTHOR

...view details