ইসলামাবাদ, 1 সেপ্টেম্বর: ভারতীয় মুদ্রায় তিনশো টাকা ছাড়িয়ে গেল পাকিস্তানের জ্বালানি তেলের দাম ৷ এ দিন ভারতীয় মুদ্রায় 14.91 টাকা প্রতি লিটার পেট্রলের দাম বেড়েছে বল খবর প্রকাশ করেছে সে দেশের সংবাদপত্র ডন ৷ তাদের প্রকাশিত খবর অনুযায়ী, হাইস্পিড ডিজেলের দাম ভারতীয় মুদ্রায় 18.44 টাকা প্রতি লিটারে বেড়েছে ৷ ফলে পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকারের আমলে এই মুহূর্তে প্রতি লিটার পেট্রলের দাম ভারতীয় মুদ্রায় 305 টাকা 36 পয়সা এবং হাইস্পিড ডিজেলের দাম 311 টাকা 84 পয়সা হয়েছে ৷
তবে, কেরোসিন ও সাধারণ ডিজেলের দামে কোনও সংশোধন করা হয়নি বলে জানিয়েছে পাকিস্তান সরকার ৷ এর আগে গত 15 অগস্ট অর্থাৎ, পাকিস্তানের স্বাধীনতা দিবসের একদিন পরেই জ্বালানির দাম 20 টাকা প্রতি লিটারে বাড়িয়েছিল আনওয়ার উল-হক-কাকরের প্রশাসন ৷ গত 1 অগস্ট পাকিস্তানের পূর্ববর্তী সরকারের সময়েও একইভাবে পেট্রল ও ডিজেলের দাম একলাফে অনেকটা বেড়েছিল বলে জানিয়েছে পাকিস্তানের ওই সংবাদপত্র ৷