ইসলামাবাদ/দুবাই, 5 ফেব্রুয়ারি: প্রাক্তন সামরিক শাসক জেনারেল পারভেজ মুশারফের মৃতদেহ (Musharraf Body to be Shifted to Pakistan) সমাধিস্থ করার জন্য দুবাই থেকে পাকিস্তানে ফিরিয়ে আনা হবে ৷ রবিবার দুবাইতে পাকিস্তানের কনস্যুলেট জেনারেল মুশারফের (Pervez Musharraf Latest News) মৃতদেহ দেশে ফিরিয়ে আনার জন্য নো-অবজেকশন সার্টিফিকেট (No-objection certificate) দিয়েছে ৷
2016 সাল থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে মুশারফ: 1999 সালে কার্গিল যুদ্ধের স্থপতি পারভেজ মুশারফ দীর্ঘ অসুস্থতার পর রবিবার দুবাইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷ 79 বছর বয়সি প্রাক্তন সামরিক শাসক 2016 সাল থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে ছিলেন ৷ অ্যামাইলয়েডোসিসে আক্রান্ত হওয়ার পর আমেরিকান হসপিটাল দুবাইতে চিকিৎসাধীন ছিলেন তিনি ।
মুশারফের দেহ ফেরাতে দুবাই যাচ্ছেন বিশেষ পাক জেট: জিও নিউজ জানিয়েছে, মুশাররফের পরিবার তাঁর মরদেহ পাকিস্তানে স্থানান্তরের জন্য দুবাইয়ের পাকিস্তানি কনস্যুলেটে একটি আবেদন করেছিল । চ্যানেলটি আরও জানিয়েছে, মুশাররফের দেহ সমাধিস্থ করার জন্য পাকিস্তানে ফিরিয়ে আনতে নূর খান বিমানঘাঁটি থেকে একটি বিশেষ সামরিক জেট দুবাইতে উড়বে যাবে । এ বিষয়ে এর থেকে বেশি কিছু বিশদে জানায়নি জিও নিউজ ৷