টরোন্টো, 14 নভেম্বর: কানাডার সশস্ত্র সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন ভারতীয় বংশোদ্ভুতরা (Permanent Indian Residents Can Join Canadian Military) ৷ তবে সেক্ষেত্রে তাঁদের কানাডার স্থায়ী নাগরিক হওয়া বাধ্যতামূলক ৷ এদিন কানাডার কানাডিয়ান আর্মড ফোর্সেসের তরফে এমনটাই ঘোষণা করা হয়েছে ৷ যেখানে বলা হয়েছে, কানাডার অভিবাসী স্থায়ী নাগরিকরাও এবার সেদেশের সশস্ত্র সেনাবাহিনীর অংশ হতে পারবেন ৷ জানা গিয়েছে, কানাডার সেনাবাহিনীতে নতুন নিয়োগ প্রায় হচ্ছেই না ৷ সেই কারণেই কানাডার স্থায়ী নাগরিকত্ব পাওয়া অভিবাসীদের একটা অংশকে সেদেশের সেনাবাহিনীতে যোগ দেওয়ার অনুমতি দিয়েছে জাস্টিন ট্রুডোর (Justin Trudeau) সরকার ৷
2021 সাল পর্যন্ত কানাডায় 8 মিলিয়নের (80 লক্ষ) বেশি অভিবাসী রয়েছেন । তাঁরা সেদেশের নাগরিকত্ব পেয়েছেন ৷ কানাডার মোট জনসংখ্যার প্রায় 21.5 শতাংশই এই অভিবাসী ৷ এর মধ্যে প্রায় 1 লক্ষ ভারতীয় বংশোদ্ভুত কানাডার নাগরিকত্ব পেয়েছেন ৷ আর সম্প্রতি সেদেশে সর্বকালীন রেকর্ড ছাপিয়ে মোট অভিবাসীর সংখ্যা দাঁড়িয়েছে 4 লক্ষ 5 হাজার ৷ পাশাপাশি কানাডা সরকার 2022-2024 সালের মধ্যে 10 লক্ষের বেশি অভিবাসীকে নাগরিকত্ব দিতে পারে বলে জানা গিয়েছে ৷ এবার ভারতীয় অভিবাসীদের সশস্ত্র সেনাবাহিনীতে নিয়োগ করা হবে ৷