মাসকাট, 14 সেপ্টেম্বর: মাসকাট বিমানবন্দরে দুর্ঘটনার কবলে এয়ার ইন্ডিয়ার (Air India) বিমান ৷ রানওয়েতে দাঁড়িয়ে থাকা অবস্থায় কোচি-গামী এয়ার ইন্ডিয়ার ওই এক্সপ্রেস বিমানের ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে দেখা যায় ৷ তৎপরতার সঙ্গে বিমানবন্দর কর্মীরা বিমানের সকল যাত্রীকে বের করে আনতে সক্ষম হয়েছেন (Passengers evacuated after smoke on Air India plane on runway at Muscat) ৷ চার শিশু-সহ বিমানের 145 জন যাত্রী এবং ক্রু সদস্যরা সকলে নিরাপদেই রয়েছেন বলে জানা গিয়েছে ৷
পরিবর্তে অন্য একটি বিমান শীঘ্রই যাত্রীদের নিয়ে গন্তব্যে রওনা হবে বলে জানানো হয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক (Civil Aviation Ministry) সূত্রে ৷ দেশের সরকারি এই এয়ারলাইন্স সংস্থা টাটা গ্রুপের (Tata Group) অধীনস্থ হয়েছে মাসকয়েক আগে ৷ যা দক্ষিণ-পূর্ব এশিয়া ছাড়াও মধ্যপ্রাচ্য, পশ্চিম এশিয়ার সঙ্গে সংযুক্ত আকাশপথে ৷ টাটা গ্রুপ দায়িত্বগ্রহণের পর এই প্রথম নয়, আগেও বিপদের সম্মুখীন হয়েছে এয়ার ইন্ডিয়ার উড়ান ৷