জেরুজালেম, 14 অক্টোবর:গাজার উত্তর দিকে থাকা প্যালেস্টাইনের নাগরিকরা ক্রমশ দক্ষিণ দিকে সরতে শুরু করেছেন ৷ কারণ, সেখানকার 1 মিলিয়ন বাসিন্দাকে দক্ষিণ দিকে সরে যাওয়ার আবেদন জানানো হয়েছে ইজরায়েলের তরফে ৷ সম্প্রতি হামাস জঙ্গি গোষ্ঠীর হামলার পালটা হিসেবে সেখানে স্থলভাগ দিয়ে আক্রমণ করা হবে বলেই তাদের তরফে এই আবেদন জানিয়েছে ইজরায়েল ৷ মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের সঙ্গে এক সাংবাদিক বৈঠকে ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট জানিয়েছিলেন, যাঁরা তাঁদের জীবন বাঁচাতে চান, তাঁরা দয়া করে দক্ষিণে যান ৷
ইজরায়েলি মুখপাত্র জোনাথন কনরিকাস জানিয়েছেন, অসামরিক নাগরিকদের ক্ষতি এড়াতে সামরিক বাহিনী ব্যাপক প্রচেষ্টা চালাবে এবং যুদ্ধ শেষ হলে বাসিন্দাদের ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হবে । ইজরায়েল দীর্ঘদিন ধরে হামাসের বিরুদ্ধে প্যালেস্টাইনের নাগরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করার অভিযোগ করে আসছে । ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট জানিয়েছেন, ইজরায়েল হামাস জঙ্গিদের সাধারণ জনগণের থেকে আলাদা করতে চায় ।
ইজরায়েলের আহ্বানের পর গাড়ি, ট্রাক ও গাধার গাড়িতে সেখানকার পরিবারগুলি তাদের জিনিসপত্র নিয়ে গাজা শহরের দক্ষিণ দিকে একটি প্রধান সড়কে ভিড় করেছে ৷ হামাসের মিডিয়া অফিস জানিয়েছে, গাজা শহর থেকে দক্ষিণে যাওয়ার সময় তিনটি স্থানে বিমান হামলায় গাড়িতে আঘাত হেনেছে, এতে 70 জন নিহত হয়েছে । হামলার বিষয়ে ইজরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।
যদিও রাষ্ট্রসংঘ বারবার বলেছে যে ওই এলাকার অর্ধেক মানুষকে সরিয়ে দেওয়া মানে জনসংখ্যার দিক থেকে তা বিপজ্জনক হবে ৷ রাষ্ট্রসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন, বিধ্বংসী অমানবিক পরিণতি ছাড়া এমন একটি উচ্ছেদে আর কিছুই হবে না ।
এদিকে ইজরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যে তাদের সৈন্যরা জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ করতে গাজায় অস্থায়ী অভিযান চালাচ্ছে ৷ প্রায় এক সপ্তাহ আগে ইজরায়েলে হামাসের হামলায় অপহৃত প্রায় 150 জনের সন্ধান চলছে । ইজরায়েলের সামরিক বাহিনী আরও জানিয়েছে, তারা গাজা শহরের চারপাশে হামাসের ভূগর্ভস্থ আস্তানাগুলিকে লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করেছে । সেই কারণে প্যালেস্টাইনের নাগরিকদের সরে যেতে বলা হয়েছে ৷ তবে প্যালেস্টাইন ও মিশরের শীর্ষকর্তাদের মতে, এই আহ্বানের মাধ্যমে আসলে গাজার বাসিন্দাদের মিশরের ভূখণ্ডে পাঠিয়ে দিতে চাইছে ইজরায়েল৷ রাষ্ট্রসংঘ ইজরায়েলকে এই নজিরবিহীন নির্দেশ প্রত্যাহার করার অনুরোধ করেছে ৷